ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপের সময় ঘরবন্দি জার্মান ‘আলট্রাস’!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:০১ পিএম, ৩১ মে ২০১৮

বিশ্বকাপের সময়ে কোন জার্মান আলট্রাস দেশ ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না। হ্যাঁ, ঠিক এমন ঘোষণাই আজ এসেছে জার্মান পুলিশ থেকে। বিশ্বকাপের সময় যাতে জার্মান আলট্রাসরা রাশিয়া পৌঁছাতে না পারে, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে জার্মান পুলিশ।

মূলতঃ জার্মান আলট্রাসরা কুখ্যাত ফুটবল স্টেডিয়ামে তাদের গুণ্ডামির জন্য। মাঠে যাতে কোন ধরণের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, তাই তাদের উপর এই নিষেধাজ্ঞা। এ বিষয় নিয়ে জার্মানির উত্তর রাইন-ওয়েষ্টফালিয়ার পুলিশের প্রধান ইরিচ রিটিংহাউস বলেন, ‘পূর্ব ইউরোপীয় গুণ্ডারা সম্পূর্ণ আলাদা ধরণের চিন্তা ভাবনাশীল হয়। তারা খুব বড় ধরণের গণ্ডগোল সৃষ্টি করতে সক্ষম। যেমন- তারা যে কোনো ধরণের হাত বোমা বানাতে সক্ষম যা কিনা মাঠে খেলা দেখার অনুকূল পরিবেশ রাখতে পারবে না।’

বিশ্বকাপকে সামনে রেখে রাশিয়ান কর্তৃপক্ষও আলট্রাসদের উপর বিশেষ নজর রাখছে। বছর দুয়েক আগে থেকেই তারা রাশিয়ান গুন্ডাদের উপর নজরদারি চালাচ্ছিল এবং ইতিমধ্যেই অনেক কে জেলে প্রেরণও করেছে।

এসএস/এমএমআর/পিআর

আরও পড়ুন