ইংলিশ ক্লাবের কোচ হলেন ল্যামপার্ড
কয়েকদিন ধরে বেশ জোরালো ভাবেই শোনা যাচ্ছিল ইংলিশ ক্লাব ডার্বি কাউন্টির কোচ হতে যাচ্ছেন সাবেক ইংলিশ ফুটবলার ফ্র্যাঙ্ক ল্যামপার্ড। অবশেষে সেই গুঞ্জনটাই সত্যি হলো। তিন বছরের চুক্তিতে ইংলিশ প্রথম বিভাগের দল ডার্বি কাউন্টির কোচ হলেন চেলসির এই কিংবদন্তি ফুটবলার। আনুষ্ঠানিকভাবে ক্লাবের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে ল্যামপার্ডের কোচ হওয়ার বিষয়টি জানানো হয়।
গত মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশীপে ষষ্ঠ হয় ডার্বি। ইংলিশ ফুটবলে ক্লাবটির রয়েছে দীর্ঘ ইতিহাস। দুইবারের ইংলিশ লিগ জয়ী ক্লাবটির কোচ হতে পেরে দারুণ খুশি ল্যামপার্ড। ‘আমি সব সময়েই চাচ্ছিলাম দীর্ঘ ইতিহাস এবং সমৃদ্ধ ঐতিহ্যের কোন ক্লাবের কোচ হতে। ডার্বি সেগুলোর মধ্যে অন্যতম। এটা আমার জন্য বড় সুযোগ। আমি ক্লাবের চেয়ারম্যান এবং বোর্ড সদস্যদের সঙ্গে আমার কাজ নিয়ে অনেক আলোচনা করেছি।’
ক্লাবের দায়িত্ব নিয়েই জানিয়েছেন শীর্ষ ছয়ে থেকেই লিগ শেষ করা প্রধান লক্ষ্য। ‘আমরা শীর্ষে ছয়ে আসার মত একটি দল গঠন করতে চাই। গত মৌসুমেও ছয়ে থেকে লিগ শেষ করেছে ডার্বি। একই রকম পারফরম্যান্স দেখানোই আমাদের লক্ষ্য। ক্লাবটির যুব দল এবং একাডেমিতে প্রতিভা রয়েছে অনেক।’
২০১৬ সালে ফুটবলকে বিদায় জানিয়ে স্কাই স্পোর্টসের ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করছিলেন ল্যামপার্ড। ‘কোচ হিসেবে এটাই আমার প্রথম চাকরি। কিন্তু আমি বিশ্বের অন্যতম সেরা কিছু কোচদের সঙ্গে কাজ করেছি তাই আমার আত্মবিশ্বাস রয়েছে এখানে ভালো করার। কিন্তু আমার জন্য এটা সহজ হবে না। ফুটবল দলের কোচ হয়ে সাফল্য পাওয়াটা খুব কষ্টকর। তবুও আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
আরআর/জেআইএম