ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এখনও শতভাগ সুস্থ নন নেইমার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৮ মে ২০১৮

গত ফেব্রুয়ারিতে ফ্রেঞ্চ লিগে অলিম্পিক মার্শেরর বিপক্ষে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় নেইমারকে। ইনজুরি এতটাই গুরুতর ছিল যে যেতে হয় চিকিৎসকেরর ছুড়ি-কাঁচির নিচেও। মৌসুমের বাকি ম্যাচগুলোও তাই আর খেলা হয়নি এই ব্রাজিলিয়ান সুপারস্টারের। তবে দিন দশ আগেই ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে প্রস্তুতি নামেন নেইমার, আর তার একদিন পরেই ব্রাজিলে ফিরে যোগ দেন দলের বিশ্বকাপ প্রস্তুতির ক্যাম্পে। তবে এখনও নাকি পুরোপুরি সুস্থতা বোধ করছেন না নেইমার, জানালেন তিনি নিজেই।

‘আমি এখনও শতভাগ সুস্থ নই, সময়ের সাথে তা হয়ে যাব। এখনও পুরোপুরিভাবে আগের মত খেলতে ভয় পাচ্ছি আমি, তবে আশা হচ্ছে মূল পর্ব শুরু হতে আরও কিছুদিন সময় হাতে আছি। কিছুদিন লাগবে আমার পূর্বের অবস্থায় ফিরে যেতে, তবে মাঠে নামার জন্য আমি সবসময় প্রস্তুত, কোন কিছুই আমাকে খেলা থেকে বিরত রাখতে পারবে না।’

লন্ডনে নিজেদের বিশ্বকাপের প্রস্তুতি ঘাঁটি গাড়তে যাওয়ার জন্য ব্রাজিল ছাড়ার আগে নেইমার এভাবেই বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি আরও বলেন, ‘শারীরিকভাবে আমি খুব ভাল আছি। আমার পা এখন ঠিক আছে। অবশ্যই আমাকে এসব বিষয়ের সাথে কিছুটা মানিয়ে নিতে হবে। তবে এখনও মাঝে মাঝে কিছুটা অস্বস্তি লাগছে, তবে এটা কখনই আমাকে মাঠে নামা হতে আটকাতে পারবেনা।’

১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের রাশিয়া বিশ্বকাপ যাত্রা শুরু করবে সেলেসাওরা। গ্রুপ 'ই'-তে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ কোস্টারিকা এবং সার্বিয়া। গ্রুপ পর্বের খেলা শুরু হওয়ার আগে অবশ্য ক্রোয়েশিয়া এবং অষ্ট্রিয়ার বিপক্ষে দুটি প্রীতিম্যাচ খেলবে তিতের শীর্ষরা।

এসএস/আরআর/জেআইএম

আরও পড়ুন