ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে সালাহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৭ মে ২০১৮

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলাটা স্বপ্নের মতই ছিল মোহামেদ সালাহর জন্য। সে তথা পুরো লিভারপুল এবং মিশরের সবাই তাকিয়ে ছিল তার দিকে। কিন্তু ফাইনালে তার ইনজুরি কেড়ে নিয়েছে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন। কাঁদিয়েছে পুরো মিশরকে। রামোসের করা ফাউলে কাঁধের ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন সালাহ। মিশরের যুব ও ক্রীড়া মন্ত্রী জানিয়েছেন, ইনজুরি থেকে সুস্থ হতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে তার।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের কাছে ৩-১ গোলে পরাজয় বরণ করতে হয় ক্লপের লিভারপুলকে। ম্যাচের ২৭ মিনিটে সালাহর হাত টেনে মাটিতে ফেলে দেন রামোস। এতে কাঁধে আঘাত পান সালাহ। তখনই কান্না ভেজা চোখে মাঠ থেকে বেরিয়ে যান মিশরের এই তারকা। রয়টার্সের খবর, মিশরের যুব ও ক্রীড়া মন্ত্রী খালেদ আবদ এল-আজিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে জানান, অন্তত ২ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

salah-2

‘এটা অনুমেয় যে সালাহকে কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে। সে লিভারপুলেই থাকবে এবং সেখানেই তার পূনর্বাসন হবে। তারপর সে ইতালিতে মিশরের অনুশীলন ক্যাম্পে যোগ দিবে।’

এর আগে ম্যাচ শেষে সালাহদের কোচ ইয়ুর্গেন ক্লপ সালাহর বিশ্বকাপে খেলতে পারা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। ‘এটা আসলেই খুব গুরুতর ইনজুরি। খুব গুরুতর। সে হাসপাতালে আছে এক্সরের জন্য। কাঁধের হাড়ের জোড়া আলাদা হয়ে যেতে পারে এতে। খুব বাজে ছিল এটা। খুব বাজে। আমরা দলের প্রধান খেলোয়াড়কে হারিয়েছি। সম্ভবত মিশর বিশ্বকাপে হারাতে যাচ্ছে তাদের প্রধান খেলোয়াড়কে। আমি এখনো আশা করি খারাপ কিছু যেন না হয়।’

আরআর/পিআর

আরও পড়ুন