ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রাশিয়া বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান হিগুয়াইন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২৪ মে ২০১৮

হিগুয়াইনের কাছে স্মরণীয় আসলে কোনটা সেটা বোধহয় সে নিজেও জানে না। তিনটি টুর্নামেন্টের ফাইনালে দৃষ্টিকটু মিস করে ইতোমধ্যে আর্জেন্টিনার সমর্থকদের কাছে খলনায়ক হিসেবে বিশেষভাবে পরিচিতি পেয়েছেন। এবার সেই তিনিই দাবি করছেন রাশিয়া বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখার।

সদ্যই বাবা হওয়া হিগুয়াইন বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা দলের হয়ে অনুশীলন করতে বৃহস্পতিবার পৌঁছেছেন আর্জেন্টিনায়। আর্জেন্টিনা এজেইজা বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলার এক পর্যায় হিগুয়াইন বলেন, ‘আর্জেন্টিনার বিশ্বকাপ দলে জায়গা পেয়ে আমি খুবই খুশি। আশা করছি বিশ্বকাপটি ভালোভাবে উপভোগ করতে পারবো এবং স্মরণীয় করে রাখতে পারবো।’

হিগুয়াই স্মরণীয় করে রাখার কথা বললেও সাংবাদিকরা ভুলে যায়নি তার পূর্বের কর্মের কথা। পূর্বের কর্মের জন্য অনুশোচনা বোধ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে ‘এল পিপিতা’ বলেন, ‘এটা পূর্বের কোন ম্যাচ নয়। এটা নতুন একটি চ্যালেঞ্জ।’

দলের প্রধান গোলরক্ষক সার্জিও রোমেরো ইনজুরিতে বিশ্বকাপ শেষ হওয়া ব্যথিত করছে হিগুয়াইনকেও। রোমেরো ছিলেন তার খুব কাছের বন্ধু। নিজের বিপদের সময় প্রায়ই তার সাহায্য পেয়েছিলেন হিগুয়াইন। ‘যদি আমি এখন তাকে দেখতে পেতাম তাহলে জড়িয়ে ধরতাম। আমার বিপদের সময় পাশে দাঁড়ানো বন্ধুদের ভেতর সে অন্যতম। তার ব্যক্তিত্বকে আমি ভালোবাসি।’

আরআর/পিআর

আরও পড়ুন