ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জাভির খোঁচার জবাব দিলেন কাসেমিরো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২৩ মে ২০১৮

দু’জন দুই ক্লাবে খেলেছেন। বার্সেলোনার সাবেক ফুটবল থেকে অবসর নিলেও ফুটবলের সঙ্গেই থাকছেন। কোচিংয়ের উপর কোর্স করছেন তিনি। কিন্তু এর মাঝেই করা এক সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদের কাসেমিরোকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন। প্রায় মাস খানেক পর এসে সাবেক বার্সেলোনা ফুটবলার জাভির করা সেই মন্তব্যের জবাবই দিলেন রিয়াল মাদ্রিদ ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। বর্তমানে তিনি ইংলিশ ক্লাব লিভারপুলের সাথে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জন্য দলের সাথে প্রস্তুতি নিচ্ছেন। তবে প্রস্তুতির ফাঁকে এক সাক্ষাৎকারে কিছুদিন আগে জাভির করা কিছু মন্তব্যের জবাব দেন কাসেমিরো।

জানুয়ারীতে দেওয়া এল পাইসকে ওই সংবাদ সম্মেলনে সাবেক স্প্যানিশ ও বার্সা কিংবদন্তি ফুটবলার কাসেমিরো সম্পর্কে অনেক কথাই বলেন। বার্সেলোনার খেলার স্টাইল সম্পর্কে জাভি বলেন, ‘বার্সেলোনাতে আমরা জানি কীভাবে সময়ের সাথে তাল মিলিয়ে খেলতে হয়। মেসি, ইনিয়েস্তা ও বুস্কেটসরা এ বিষয়ের মাস্টার। মাঠে ফাঁকা কিংবা একাধিক খেলোয়াড়ের মাঝমাঠে থাকুক; তারা জানে তাদের কি করতে হবে।’

এর পরক্ষণেই কাসেমিরোকে এক হাত নেন জাভি। তার খেলার স্টাইল নিয়ে সমালোচনা করেন তিনি। ‘কিন্তু ক্যাসেমিরোর মত কিছু খেলোয়াড়ও আছে যারা এসব বোঝেনা, আবার বুস্কেটস ওর (ক্যাসেমিরোর) মত মাঠ নিয়ন্ত্রণ করতে পারেনা। মাঠে সে অবিশ্বাস্য রকমের দ্রুত, কিন্তু তার দুর্বল অনেক জায়গা আছে যা নিয়ে সে কাজ করে না। মূলত মাঠে সে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বাদে অন্য কিছু নয়।’

জানুয়ারীতে জাভি এ মন্তব্য করলেও এতদিনে এসে তার উত্তর দিলেন মাদ্রিদ মিডফিল্ডার কাসেমিরো। ‘সে (জাভি)যা খুশি তাই বলতে পারে , কিন্তু আমি এখানে চার বছর ধরে আছি আর চারটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছি। আমি বার্সার হয়ে চুক্তি করিনি, তাই তাদের খেলার ধরণও আমার জানা নেই যেমনটা জাভি বলেছে। আর আমি শেষ পর্যন্ত মাদ্রিদের সাথেই থাকছি।’

এসএস/আরআর/জেআইএম

আরও পড়ুন