ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আত্মতুষ্টিতে ভুগছেন না ইসকো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৩ মে ২০১৮

আগামী শনিবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসিএল) ফাইনাল ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। পাঁচ বছরের মধ্যে চতুর্থবার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের ফাইনাল খেলবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে শুধু ফাইনাল খেলেই তৃপ্ত হতে চাননা রিয়ালের স্প্যানিশ মিডফিল্ডার ইসকো আলার্কন, জিততে চান ক্যারিয়ারের চতুর্থ ইউসিএল শিরোপা।

গত চার বছরে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ৩টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন ইসকো। হাতছানি দিচ্ছে চতুর্থ শিরোপার। এই শিরোপা জেতার জন্য প্রথমবারের মতোই ক্ষুধার্ত স্প্যানিশ এই মিডফিল্ডার। চতুর্থবারের মতো ফাইনাল খেলছেন বলে কোন রকমের আত্মতুষ্টি কাজ করছেনা, বরং ক্যারিয়ারের চতুর্থ শিরোপা জেতার তারণা অনুভব করছেন ইসকো।

ফাইনাল ম্যাচকে সামনে রেখে রিয়াল কোচ জিনেদিন জিদানের অধীনে কঠোর অনুশীলন করে যাচ্ছে গত শতাব্দীর সেরা ক্লাবটি। অনুশীলনের এক ফাঁকে করা প্রেস কনফারেন্সে ইসকো বলেন, ‘এতো কম সময়ে এতোগুলো ফাইনাল খেলা অভাবনীয়। এটা সম্ভব হয় কেবলমাত্র আমাদের কঠোর পরিশ্রমের কারণেই। রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার সময় আমার স্বপ্ন ছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা। আর এখন আমি পাঁচ বছরের মধ্যে চারবার ফাইনাল খেলতে যাচ্ছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি কখনোই আমার লক্ষ্যের ব্যাপারে স্থির থাকি না না আগে জিতেছি বলে সেটির প্রতি অনাগ্রহ আসে না। কারণ এমনটা হলে নিজের চোখেই নিজে বাজে খেলোয়াড় হয়ে যাবো। চতুর্থ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার জন্যে আমি মুখিয়ে আছি। এটাও একপ্রকারের স্বপ্নপূরণ হবে।’

গত ৩ সপ্তাহ ধরে কাঁধের ইনজুরিতে ভুগছিলেন ইসকো। সম্প্রতিই যোগ দিয়েছেন দলের অনুশীলনে। এমতাবস্থায় ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে একাদশে রাখা হবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। তবে রিয়াল বস জিদানের প্রতি পূর্ণ আস্থা রয়েছে ইসকোর। এই মিডফিল্ডারের মতে রিয়ালের জন্য সম্ভাব্য সেরা একাদশটাই বাছাই করেন জিদান।

তিনি বলেন, ‘গত ৩ সপ্তাহ ধরে আমি ইনজুরিতে ছিলাম। তবে অনুশীলনে ফিরে আমি কঠোর পরিশ্রম করেছি। আমরা সবাই ফাইনাল ম্যাচটা খেলতে চাই। কিন্তু এই ম্যাচে সুযোগ পাবে মাত্র ১১ জন। রিয়াল মাদ্রিদের স্কোয়াড দুর্দান্ত, তাই সুযোগ পাওয়া সহজ নয়। তবে কোচ ঠিক করবেন কে কে খেলবো। যারাই মাঠে খেলুক না কেন, মাঠের বাইরে আমরা সবাই এক। কোন বিভক্তি নেই।’

এসএএস/আরআইপি

আরও পড়ুন