ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রিয়ালে খেলার যোগ্য অ্যালিসন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৩ মে ২০১৮

১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিল গোলবারের অতন্দ্র প্রহরী ছিলেন ক্লদিও তাফারেল। ব্রাজিলের সর্বকালের সেরা গোলরক্ষকদের মাঝে একজন ধরা হয় তাকে। লিজেন্ডারি সাবেক এই খেলোয়াড় এখন আবার দলটির গোলরক্ষক কোচও। কিংবদন্তী এই গোলরক্ষকের মতে, রিয়াল মাদ্রিদে খেলার জন্য বর্তমান ব্রাজিল নাম্বার ওয়ান গোলকিপার অ্যালিসনের সব রকম যোগ্যতাই আছে।

বর্তমানে ইউরোপের সেরা দল রিয়াল মাদ্রিদে খেলতে সব রকমের যোগ্যতাই অ্যালিসনের মাঝে খুঁজে পেয়েছেন তাফারেল। তিনি বলেন, ‘আমি জানি না সে (অ্যালিসন) বিশ্বাস করে কি করে না, কিন্তু এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ বা বিশ্বের অন্যান্য বড় দলগুলোর হয়ে খেলার জন্য ও প্রস্তুত। এই মুহূর্তে ও দারুণ ছন্দে থাকলেও আমরা আগে থেকেই জানতাম ও কত ভালো একজন গোলরক্ষক। বর্তমানে সে পৃথিবীর অন্যতম সেরা একজন। নাভাসও অনেক ভালো, তাই যৌক্তিকভাবেই সে মাদ্রিদ দলে সেরাদের সাথে খেলে যাচ্ছে। এই মৌসুমে সে অনেকগুলো অবিশ্বাস্য গোলও বাঁচিয়েছে।’

তাফারেল কথা বলেন বিশ্বকাপ দল থেকে বাদ পরা ভ্যালেন্সিয়ার গোলরক্ষক নেতোকে নিয়েও। তাকে নিয়ে এই কোচ বলেন, ‘ও লা লিগাতে বরাবরই ভালো, তবে জাতীয় দলের হয়ে প্রয়োজনীয় খেলা কখনই উপহার দিতে পারেনি। এটাই আমাদেরকে ওর (নেতো) ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।’

এবারের লা লিগাতে নিয়মিত ভালো খেলেও ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এডারসন আর ব্রাজিলিয়ান লিগে করিন্থিয়াসে খেলা কেসিওর কাছে জাতীয় দলে জায়গা হারিয়েছে নেতো।

এসএস/এমএমআর/আরআইপি

আরও পড়ুন