ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জাপানিজ লিগে ইনিয়েস্তাকে স্বাগত জানালেন পোডলস্কি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২২ মে ২০১৮

জার্মানির সাবেক স্ট্রাইকার লুকাস পোডলস্কি বর্তমানে আছেন জাপানিজ ক্লাব ভিসেল কোবেতে। গুঞ্জন শোনা যাচ্ছে সদ্য বার্সেলোনা ছেড়ে দেয়া স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাও যোগ দেবেন পোডলস্কির ক্লাবে ভিসেলে। এই গুঞ্জনে স্প্যানিশ ‘ডন’কে নিজ ক্লাবে অগ্রিম স্বাগতম জানিয়ে রাখলেন পোডলস্কি।

ইনিয়েস্তার তার দলে যোগ দেয়ার গুঞ্জন প্রসঙ্গে দারুণ উচ্ছ্বসিত জার্মানির এই স্ট্রাইকার। ইনিয়েস্তার সাথে একই দলে খেলাটা হবে রোমাঞ্চকর জানিয়ে তিনি বলেন, ‘মাঠে ইনিয়েস্তাকে পাওয়াটা হবে খুবই আনন্দের। এরকম একজন খেলোয়াড় মাঠে আপনাকে ভাল খেলতে সবসময় অনুপ্রানিত করবে।’

কিছুদিন আগে বার্সার সাথে আজীবন চুক্তি করলেও বার্সাকে নিজের শতভাগ আর দিতে পারবেন না বলে মৌসুম শেষেই বার্সা ছাড়ার ঘোষণা দেন ইনিয়েস্তা। বার্সার হয়ে ২২ বছরি ক্যারিয়ারে জিতেছেন সম্ভাব্য সকল শিরোপা। এই ২২ বছরে বার্সার হয়ে জিতেছেন ৩২টি ট্রফি যার মধ্যে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ। দল ছাড়ার ঘোষণা দেওয়ার পর গুঞ্জন ওঠে বার্সার বর্তমান স্পন্সর জাপানিজ কোম্পানি 'রাকুটেনের' আরেক স্পন্সর করা জাপানিজ ক্লাব ভিসেল কোবেতে যোগ দেওয়া নিয়ে। যেখানে আর্সেনাল থেকে পোডলস্কি গত মৌসুমে যোগ দেন।

ইনিয়েস্তার বার্সেলোনা ছেড়ে দেয়া এবং পরবর্তী গন্তব্য সম্পর্কে পোডলস্কি আরও বলেন, ‘যদি সে(ইনিয়েস্তা) এখানে(ভিসেল কোবে) আসে তার সাথে খেলাটা হবে খুবই আনন্দের। এরকম বড় মাপের খেলোয়াড়ের বিপক্ষে বা তার সাথে খেলাটা সব সময়ই গুরুত্বপূর্ণ। ইনিয়েস্তা একজন অসাধারণ খেলোয়ার। এমন একজন খেলোয়াড়কে আপনি সবসময়ই আপনার দলে পেতে চাইবেন। পৃথিবীর যেকোনো দলেই উনি জেতে চাক না কেন , প্রত্যেকটা দলই তাকে পেতে মুখিয়ে থাকবে।’

এসএস/এসএএস/এমএস

আরও পড়ুন