মদ্রিচ-রাকিতিচদের নিয়েই ক্রোয়েশিয়ার প্রাথমিক দল
বিশ্বকাপকে সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। দলে আছেন লুকা মদ্রিচ, ইভান রাকিতিচ এবং মারিও মানজুকিচের মতো পরীক্ষিত সেনানীরা।
এবার নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলবে ক্রোয়েশিয়া। 'ডি' গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নাইজেরিয়া এবং আইসল্যান্ড।
আগামী ৪ জুনের মধ্যে ২৩ সদস্যের চূড়ান্ত দল দিতে হবে বিশ্বকাপে খেলতে যাওয়া দেশগুলোকে। দালিচের দলে তাই বড় ধরণের উলট-পালট হবে না, শেষপর্যন্ত একজন বাদ পড়বেন।
দল নিয়ে ক্রোয়েশিয়া কোচ বলেছেন, ‘আমাকে আসলে খুব বেশি দোটানায় থাকতে হয়নি। এই খেলোয়াড়দের উপর আমার দৃঢ় বিশ্বাস আছে। শেষপর্যন্ত একজন এই তালিকা থেকে বাদ পড়বে।’
ক্রোয়েশিয়া দল :
গোলরক্ষক : দানিজেল সুবাসিচ, লভ্রে কালিনিচ, দমিনিক লিভাকোভিচ।
ডিফেন্ডার : ভেদ্রান করলুকা, দোমাগোজ ভিদা, ইভান স্ট্রাইনিচ, দেজান লোভরেন, সিমে ভ্রাসালজকো, হোসেপ পাইভেরিচ, টিন জেডভাজ, মাতেজ মিত্রোভিচ, দুজে সেলেটা-কার।
মিডফিল্ডার : লুকা মদ্রিচ, ইভান রাকিতিচ, মাতিও কোভাকিচ, মিলান বাডেলজ, মার্সেলো ব্রোজোভিচ, ফিলিপ ব্র্যাডারিচ।
ফরোয়ার্ড : মারিও মানজুকিচ, ইভান পারিসিচ, নিকোলা কালিনিচ, আন্দ্রে ক্রামারিচ, মার্কো পিজাকা, আন্তে রেবিচ।
এমএমআর/পিআর