আর্জেন্টিনা দলে জায়গা পেতে লড়াই করতে হয় : দিবালা
অনিশ্চিত এক শঙ্কায় দুলছিলো জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বিশ্বকাপ গমন। আর্জেন্টিনা দলে বড় বড় সব তারকা ফরোয়ার্ড থাকায় তার স্কোয়াডে থাকা নিয়ে দেখা দিয়েছিলো অনিশ্চয়তা। তবে সব জল্পনা-কল্পনা দূর করে রাশিয়া বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনার ২৩ সদস্যের মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন দিবালা।
বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়ে দিবালা জানিয়েছেন মূল দলে জায়গা পেতে এমন লড়াই নতুন কিছু নয় ২৪ বছর বয়সী এই তারকার জন্য। কেননা তারকানির্ভর আর্জেন্টিনার আক্রমণভাগে দিবালা ছাড়াও আছেন অনেক বড় বড় নাম। সবসময় তাদের সাথে লড়াই করেই মূল দলে জায়গা করে নিতে হয় দিবালাকে।
সোমবার আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি স্কোয়াড ঘোষণা দেয়ার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিবালা বলেন, ‘এটা খুবই কঠিন। আমাকে সবসময়ই লড়াই করে যেতে হয়েছে। এমনকি আমি যেসব ক্লাবে খেলেছি সেখানেও লড়াই করেই জায়গা পেতে হয়েছে। (বিশ্বকাপের মূল পর্বে) সুযোগ পেলে আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো।’
ছোট থেকেই বিশ্বকাপে খেলার স্বপ্ন ছিলো বলে উল্লেখ করেন দিবালা। এবার সেই সুযোগ পেলেও দলের হয়ে কোন পজিশনে খেলবেন তা এখনো জানেন না তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শৈশবকাল থেকেই আমার স্বপ্ন ছিল ফুটবল বিশ্বকাপ খেলা। আশা করছি বিশ্বকাপের অভিজ্ঞতাটা ভালো হবে এবার। আমি এখনো হোর্হে সাম্পাওলির সাথে কথা বলিনি। তাই কোন পজিশনে খেলবো সেটা জানা নেই আমার।’
ব্রাজিলে গত বিশ্বকাপের আসরে রানারআপ হয়েছিল আর্জেন্টিনা। রাশিয়ায় আসন্ন বিশ্বকাপে চ্যাম্পিয়নশিপের খেতাব পেতে অকুণ্ঠ সমর্থনের প্রত্যাশা করছেন ২৪ বছর বয়সী দিবালা। তিনি বলেন, ‘দেশের মানুষকে প্রতিটা পরিস্থিতি বুঝতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তারা আমাদের সর্বদা সমর্থন দিয়ে যাওয়াটা। দেশের হয়ে কাপটা (বিশ্বকাপ) জেতার সব চেষ্টাই করবো আমরা।’
এসএএস/এমএস