স্পেনের প্রাথমিক দলে নেই মোরাতা
রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে স্পেন। কোচ জুলেন লোপেতেগুইয়ের দলে নেই দেশের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় আলোনসো মোরাতা।
২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর ভিসেন্তে দল বক্সের কাছ থেকে কোচের দায়িত্ব বুঝে নেন লোপেতেগুই। ৫১ বছর বয়সী এই কোচের অধীনে স্পেনের অনূর্ধ্ব-১৯ এবং ২১ দল ইউরোপিয়ান শিরোপা জিতেছে।
এবারের বিশ্বকাপে 'বি' গ্রুপে পড়েছে স্পেন। গ্রুপে লা রোজাদের প্রতিপক্ষ পর্তুগাল, মরক্কো আর ইরান। মূল লড়াইয়ে নামার আগে আগামী ৩ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন, ৯ জুন আরেকটি ম্যাচ রয়েছে তিউনিসিয়ার বিপক্ষে।
মোরাতাকে বাদ দেয়া নিঃসন্দেহে লোপেতেগুইয়ের জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। চেলসির স্ট্রাইকার স্পেনের সর্বকালের সবচেয়ে দামি খেলোয়াড়। তবে ২০১৮-১৯ মৌসুমে চেলসির হয়ে বাজে একটি মৌসুম কাটানোর জেরেই দলে জায়গা হারালেন এই স্ট্রাইকার।
স্পেনের প্রাথমিক দল :
গোলরক্ষক : পেপে রেইনা, ডেভিড দি গিয়া, কেপা আরিজাবালাগা।
ডিফেন্ডার : নাচো ফার্নান্দেজ, সার্জিও রামোস, দানি কারভাজেল, জেরার্ড পিকে, জর্ডি আলবা, আলভারো ওদ্রিজোলা, নাচো মনরিয়েল, সেজার আজপিলিকোয়েটা।
মিডফিল্ডার : আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস, সওল নিগুয়েজ, কোকে, ইস্কো, মার্কো আসেনিসও, থিয়াগো আলকানতারা, ডেভিড সিলভা।
ফরোয়ার্ড : ইয়াগো আসপাস, রদ্রিগো, ডিয়েগো কস্তা, লুকাস ভাজকুয়েজ।
এমএমআর/এমএস