আর্জেন্টিনার হয়ে আরেকটি বিশ্বকাপ খেলতে চান রোমেরো
বিশ্বকাপের ফাইনালের কথা এখনো নিশ্চয়ই ভুলতে পারেননি আর্জেন্টিনার গোলকিপার সার্জিও রোমেরো। এখনো সেই খত দগদগ করছে তার মনে। ২০১৪ বিশ্বকাপের দলের প্রধান গোলকিপার থাকলেও এবারের পরিস্থিতিটা ভিন্ন। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে বেশিরভাগ সময়েই তাকে থাকতে হয়েছে বেঞ্চে। যে কারণে বিশ্বকাপে যায়গা পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন রোমেরো নিজেই। তবে দলে সুযোগ পেলে সবাইকে সাহায্য করার কথাও জানান আর্জেন্টাইন এই গোলকিপার।
চেলসির কাছে ১-০ ব্যবধানে এফএ কাপের ফাইনালে হেরেছে তার দল ম্যানচেস্টার ইউনাইটেড। বেঞ্চে বসে নিজের দল হার দেখেছে রোমেরোকে। ‘আপনি যখন ফাইনালে হারবেন সেটা অবশ্যই তিক্ত হবে। এটাই, এখন সামনে যা আসছে সেদিকে মনোযোগ দিতে হবে। আমি আশা করি ঈশ্বরের আশীর্বাদে ২৩ সদস্যর দলে থাকব যাতে করে আমি আমার সতীর্থ,দল আর দেশকে ভাল কিছু উপহার দিতে পারি।’
দলে ডাক পাওয়া সম্পর্কে রোমেরো বলেন, ‘কোন সন্দেহ ছাড়াই আগের মতই লাগবে আমার। ২৩ সদস্যের এই ছোট জায়গায় সবাই সুযোগ পেতে চেষ্টা করে আর এটাই বাস্তব। আমি সবসময় আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করি দলের জন্য, তা যেভাবেই হোক না কেন। আর সাথে সতীর্থদের সাহায্য করার সর্বাত্মক চেষ্টা করি। মাঠ হচ্ছে সেই জায়গা যেখানে আমি থাকতে পছন্দ করি।’
দলে নিজের অবদান কি হবে সম্পর্কে রোমেরো বলেন, ‘আমি মনে করি একজন গোলকিপার হিসেবে দলে আমার ভুমিকা অন্যতম গুরুত্বপূর্ণ। হোর্হে (সাম্পাওলি)পুরো খোলাসা করে দিয়েছে ব্যাপারটা। প্রত্যেকেরই আলাদাভাবে দলের মাঝমাঠের খেলোয়াড় আর রক্ষণভাগের খেলোয়াড়দের সহযোগিতা করতে হবে। আমি সহযোগিতা না, আমার খেলা নিয়ে কথা বলছি। এটা এখন আমার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ভাল খেলা উপহার দেওয়া এবং যারা দলে আসবে তাদের সহযোগিতা করা। এখন আমি খেলার দিকেই পূর্ণ মনোযোগ দিতে চাচ্ছি, যা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।’
এসএস/আরআর/এমএস