নাভাসের কোস্টারিকার ২৩ সদস্যের দল ঘোষণা
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের প্রথম পছন্দের গোলরক্ষক কেইলর নাভাস। আসন্ন ফুটবল বিশ্বকাপে তার দেশ কোস্টারিকা লড়াই করবে ‘ই’ গ্রুপে। গ্রুপ পর্বে তাদের তিন প্রতিপক্ষ ব্রাজিল, সুইজারল্যান্ড এবং সার্বিয়া। বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে কোস্টারিকার ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন দেশটির কোচ অস্কার রামিরেজ।
কোস্টারিকার গোলবার সামলানোর দায়িত্বে থাকবেন যথারীতি কেইলর নাভাস। এছাড়াও মধ্য আমেরিকার দেশটির স্কোয়াডে সুযোগ পেয়েছেন মেজর লিগ সকারে খেলা বেশ কয়েকজন খেলোয়াড়।
কোস্টারিকার ২৩ সদস্যের প্রাথমিক দলঃ
গোলরক্ষকঃ কেইলর নাভাস (রিয়াল মাদ্রিদ), প্যাট্রিক প্যাম্বার্টন (লিগা দেপোর্তিভা আলাজুয়েলেন্স), লিওনেল মোরেইরা (হেরদিয়ানো)।
ডিফেন্ডারঃ ক্রিশ্চিয়ান গ্যাম্বোয়া(সেল্টিক), ইয়ান স্মিথ (নরকোপিং), রোনাল্ড মাতারিতা (নিউ ইয়র্ক সিটি), ব্রাইন অভিয়েরো (সান্ডারল্যান্ড), অস্কার দুয়ার্ত (এস্পানিওল), গিয়ানসারলো গঞ্জালেজ (বলোগনা), ফ্রান্সিসকো সাল্ভো (মিনেসতা ইউনাইটেড), কেন্দাল ওয়াস্টন (ভ্যানকোভার হোয়াইটক্যাপস), জনি অ্যাকোস্টা (অ্যাগুইলাস দোরাদস)।
মিডফিল্ডারঃ ডেভিড গুজম্যান (পোর্টল্যান্ড টিম্বারস), ইয়েলসিন তেজেদা (লুয়াসান স্পোর্ট), সেলসো বোর্গস (দেপোর্তিভো লা করুনা), রান্দাল আযোফেইফা (হেরদিয়ানো), রডনি ওয়ালেস (নিউ ইয়র্ক সিটি), ব্রাইন রুইজ (স্পোর্টিং সিপি), দানিয়েল কলিন্দ্রেস (সাপ্রিসা), ক্রিশ্চিয়ান বোলানোস (সাপ্রিসা)।
ফরোয়ার্ডঃ ইয়োহান ভেনেগাস (সাপ্রিসা), জোয়েল ক্যাম্পবেল (রিয়াল বেটিস), মার্কো ইউরেনা (লস এঞ্জেলস ফুটবল ক্লাব)
এসএএস/আরআইপি