ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

খাজা রহমতউল্লাহর নামে ক্লাব কাপ হকি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৫ এপ্রিল ২০১৮

বাংলাদেশ হকি ফেডারেশন তাদের সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি খাজা রহমতউল্লাহকে স্মরণ রাখতে দুটি উদ্যোগ নিয়েছে। সোমবার শুরু হতে যাওয়া ক্লাব হকির নামকরণ করা হয়েছে গত ২৪ অক্টোবর ইন্তেকাল করা ফেডারেশনের এই কর্মকর্তার নামে। পাশাপাশি মওলানা ভাসানী স্টেডিয়ামের ভিআইপি গ্যালারির একটি অংশও তার নামে করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

রোববার ক্লাব কাপ হকি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বলেন, ‘নির্বাহী কমিটির সভায় আমরা দুটি সিদ্ধান্ত অনুমোদন করিয়েছি। এখন থেকে এই টুর্নামেন্ট খাজা রহমতউল্লাহর নামেই হবে। আর ভিআইপি গ্যালারিও তার নামে করা হবে।’

সাবেক সাধারণ সম্পাদকের নামের টুর্নামেন্টে অবশ্য প্রিমিয়ার লিগের অর্ধেক দলও আনতে পারেনি ফেডারেশন। লিগের ১৩ দলের মধ্যে মৌসুমসূচক এ টুর্নামেন্টে খেলছে মাত্র ৬টি। আব্দুস সাদেক স্বীকার করেছেন, এতে টুর্নামেন্টের জৌলুস অনেক কমেছে।

গতবারের রানার্সআপ ঊষা খেলবে না সেটা জানাই ছিল। শেষ মুহুর্তে ক্লাব কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের চারবারের চ্যাম্পিয়ন মোহামেডান। আরো খেলছে না বাংলাদেশ স্পোর্টিং ক্লাব, ওয়ারি ক্লাব, সাধারণ বীমা, ওয়ান্ডারার্স ও আজাদ স্পোর্টিং ক্লাব।

১৯৯৮ সাল থেকে হয়ে আসা এ টুর্নামেন্টে এবারই রেকর্ডসংখ্যক কম দল খেলছে। ২০১৬ সালে অনুষ্ঠিত সর্বশেষ ক্লাব কাপেও অংশ নিয়েছিল ৮ দল। আমন্ত্রণমূলক টুর্নামেন্ট বলে এ টুর্নামেন্টে কোনো ক্লাব না খেললে ফেডারেশনের কিছু করার থাকে না। তবে এভাবে দলগুলোর অংশগ্রহণ কমে যাওয়ায় টুর্নামেন্টের মর্যাদাও হ্রাস পাচ্ছে।

আগামীতে লিগের দলগুলোকে টুর্নামেন্টে অংশ নেয়া বাধ্যতামলূক করা যায় কি না সেটা ভাবছে ফেডারেশন, ‘আমাদের বাইলজে ক্লাব কাপে খেলা বাধ্যতামূলক নয়। আমরা বাইলজ বদলে এটা বাধ্যতামূলক করা যায় কি না সে চেষ্টা করবো’-বলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক।

মাত্র ৩ লাখ টাকা বাজেটের ক্লাব কাপে ৬ দল খেলছে ২ গ্রুপে ভাগ হয়ে। ‘এ’ গ্রুপে আবাহনীর সঙ্গে সোনালী ব্যাংক ও বাংলাদেশ পুলিশ হকি ক্লাব এবং ‘বি’ গ্রুপে মেরিনার ইয়াংসের সঙ্গে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। সোমবার বিকেল ৫টায় আবাহনী ও পুলিশের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া হকি। সন্ধ্যা ৭ টায় ফ্লাডলাইটে হবে মেরিনার ও ইয়াংস ক্লাবের ম্যাচে। এই প্রথম ঘরোয়া হকি হবে ফ্লাডলাইটে।

কোনো প্রাইজমানি থাকছে না। অংশগ্রহণকারী দলগুলোকে দেয়া হবে ২০ হাজার টাকা করে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে দেয়া হবে ট্রফি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা পাবেন ১০ হাজার টাকা। সপ্তাহব্যাপী টুর্নামেন্ট শেষ হবে ২২ এপ্রিল ফাইনালের মধ্যে দিয়ে।

আরআই/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন