ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

লুকাস তো আমার মতই নিজেকে ছুঁড়ে দিয়েছিল : ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:২১ পিএম, ১৪ এপ্রিল ২০১৮

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে জুভেন্তাসকে শেষ মুহূর্তের বিতর্কিত পেনাল্টিতে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় স্বাগতিক রিয়াল মাদ্রিদ। ম্যাচের ইনজুরি টাইমে হঠাৎ ডি বক্সের মধ্যে রিয়াল মাদ্রিদের লুকাস ভাসকুয়েজকে ফাউল করেন জুভেন্টাসের ডিফেন্ডার মেধি বেনাতিয়া। ইংলিশ রেফারি অলিভিয়ের সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজিয়ে বসেন। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর কারণে জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। এরপর স্পট কিক থেকে রিয়ালকে সেমিফাইনালে তুলে দেন রোনালদো।

সেই পেনাল্টি এবং সেই লাল কার্ড নিয়ে এখনও চলছে তুমুল বিতর্ক। ইতালিয়ানরা বলছেন, রেফারি তাদের স্বপ্ন কেড়ে নিয়েছে। জুভেন্টাস ফুটবলার জিওর্জিও কিয়েল্লিনি রেফারিকে বলেই ফেলেছেন, ‘কত টাকা পেয়েছেন?’

তবে এবার এই বিতর্কের আগুনে ঘি ঢেলে দিয়েছেন। তিনি নিজের সঙ্গে তুলনা করলেন রিয়াল ফুটবলার লুকাস ভাসকুয়েজকে। ভাসকুয়েজকেই তো ফাউল করা হয়েছিল ওই সময়। ম্যারাডোনা এই ঘটনাকে স্মরণ করে নিজের অভিজ্ঞতাকে টেনে আনলেন। জানালেন, তিনি নিজেও এভাবে বলের দিকে নিজেকে ছুঁড়ে মারতেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধেই লেখা হয়েছে জুভেন্টাসের দুর্ভাগ্যের ইতিহাস। ৯২ মিনিট পর্যন্ত দুর্দান্ত খেলার পরও শেষ মুহূর্তে একটি বাজে সিদ্ধান্তেই শেষ হয়ে যায় জুভদের স্বপ্ন। ম্যারাডোনা বলেন, ‘না, এটা তো কোনোভাবেই পেনাল্টি ছিল না। যখন রোনালদো বলে হেডটি নিচ্ছিল, তখন লুকাস নিজেকে ছুড়ে দিয়েছিলো ডি বক্সের মধ্যেই। কারণ, সে ছিল তখন বুফনের পরই। এ সময় বেনাতিয়া পেছন থেকে সামনে এগিয়ে আসে।’

নিজের সঙ্গে তুলনা করে ম্যারাডোনা বলেন, ‘সে (ভাসকুয়েজ) এমন কাজ করেছে, যা আমি নিয়মিতই করে থাকতাম। সুযোগটা নিতে চেয়েছিল সে এবং এ কারণে নিজেকে ছুঁড়ে দিয়েছিল।’

আইএইচএস/পিআর

আরও পড়ুন