শেষ চারে রিয়াল-বায়ার্ন, লিভারপুল-রোমা লড়াই
জানা হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের লাইনআপ। শেষ চারে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পেয়েছে বায়ার্ন মিউনিখকে। আর লিভারপুলকে খেলতে হবে এএস রোমার বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স লিগের দুই ফেভারিট রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখের জমজমাট ফাইনাল দেখার অপেক্ষায় যারা ছিলেন, তাদের জন্য এটা কিছুটা মন খারাপ হওয়ার মতোই খবর। শেষ চারে দেখা হয়ে যাওয়ায় ফাইনালের আগেই ছিটকে পড়ছে যে কোনো একটি দল। এ নিয়ে সপ্তমবারের মতো সেমিতে মুখোমুখি হচ্ছে দুই দল।
সুইজারল্যান্ডে উয়েফার সদর দপ্তর নিয়নে বাংলাদেশ সময় সন্ধ্যা পাঁচটায় হয়েছে ড্র। সেখানেই নিশ্চিত হয়েছে ইয়ুপ হেইঙ্কেসের বায়ার্ন মিউনিখকেই পাচ্ছে জিনেদিন জিদানের রিয়াল। আর মোহাম্মদ সালাহর লিভারপুল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে এএসরোমাকে।
প্রথম সেমির লড়াইটা হবে রোমা আর লিভারপুলের মধ্যে। ২৪ এপ্রিল অ্যানফিল্ডে দুই দলের প্রথম লেগ, স্তাদিও অলিম্পিকোতে দ্বিতীয় লেগ ২ মে। দ্বিতীয় সেমিতে রিয়াল আর বায়ার্ন মুখোমুখি হবে ২৫ এপ্রিল অ্যালিয়েঞ্জ অ্যারেনায়, দ্বিতীয় লেগ ১ মে বার্নাব্যুতে।
এমএমআর/পিআর