বুয়েন্স আয়ার্সে ‘আর্জেন্টিনার ফ্যান হাউস’ উদ্বোধন
রাশিয়া বিশ্বকাপ উপলক্ষে ফ্যান হাউস উদ্বোধন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। মঙ্গলবার বুয়েন্স আয়ার্সে ফ্যান হাউস উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন আর্জেন্টিনায় নিযুক্ত রাশিয়ান অ্যাম্বাসেডর ভিক্টোর করনেল্লি। উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাডিও টপিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘এই ফ্যান হাউস হবে সব আর্জেন্টাইনের স্বপ্নের প্রারম্ভিক বিন্দু। এখান থেকে দর্শকরা নানা ধরনের তথ্যের সহযোগিতা পাবেন। বিশ্বকাপের খেলা দেখতে রাশিয়া ভ্রমণ, কীভাবে ফ্যান আইডি পেতে হবে- এ ধরনের নানা তথ্য থাকবে এখানে।’
ফ্যান হাউসে দর্শকদের জন্য আর্জেন্টিনার পাশপাশি রাশিয়া জাতীয় ফুটবল দলের বিভিন্ন সময়ের জার্সি প্রদর্শণ করা হয়। তারা রাশিয়া বিশ্বকাপের মাসকাটের সঙ্গে ছবিও তুলতে পারবে। বিশ্বকাপ চলাকালীন এখানে ম্যাচ দেখানো হবে বড় পর্দায়।’
বুয়েন্স আয়ার্সে নিযুক্ত রাশিয়ান অ্যাম্বাসেডর ভিক্টোর করনেল্লি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আর্জেন্টিনা বিশ্বের অন্যতম ফুটবল প্রিয় জাতি। ফুটবল এ দেশের মানুষের শুধু শখই নয়, তাদের জীবনেরও অঙ্গ। তাই এই ফ্যান হাউস খোলা অসাধারণ একটা বিষয়। আমি মনে করি, এটা একটা মাইলফলক।’
ভিক্টোর করনেল্লির তথ্য অনুযায়ী বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচ দেখার জন্য ইতোমধ্যে ১৫ হাজার আর্জেন্টাইন ম্যাচ টিকিট কিনে রাশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নকআউট ম্যাচেও এমন হবে। এর বাইরে হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক ম্যাচ টিকিট ছাড়াই রাশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন। তারা রাশিয়ার বিশ্বকাপের বিভিন্ন শহরে বারে কিংবা সমুদ্র সৈকতে বড় পর্দায় খেলা দেখবেন।
বিশ্বকাপে আর্জেন্টনা ‘ডি’ গ্রুপে খেলবে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার সঙ্গে। মেসিদের প্রথম ম্যাচ ১৬ জুন মস্কোতে আইসল্যান্ডের বিপক্ষে।
আরআই/আইএইচএস/বিএ