ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বার্সার চেয়ে রিয়ালের একাদশ সেরা : সিমিওনে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৮ এপ্রিল ২০১৮

লা লিগার শিরোপা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বার্সা। দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের লড়াইটা মূলত দ্বিতীয় ও তৃতীয় অবস্থান নিয়ে। সেই লক্ষ্যে হাইভোল্টেজ ডার্বি ম্যাচে আজ (রোববার) রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচ শুরুর আগে অ্যাটলেটিকো কোচ পিএসজি-বার্সার চেয়েও রিয়ালের একাদশ সেরা বলে উল্লেখ করেছেন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, ‘বিশ্বের সেরা দল না হলেও রিয়াল মাদ্রিদের একাদশ সেরা। পিএসজি, ম্যানসিটি অথবা বার্সেলোনার থেকেও তারা ভাল করছে। এটাই তাদের শক্তি। আমরা খুব ভালো করে জানি তাদের বিপক্ষে কতটুকু কি করতে হবে।’

রিয়ালের একাদশ সেরা উল্লেখ করলেও ম্যাচটি নির্ভর করছে দুই দলেরই কয়েকজন খেলোয়াড়ের উপর। রোনালদো ও গ্রিজম্যানের কথা উল্লেখ করে এই কোচ আরও বলেন, ‘রোনালদো ও গ্রিজম্যান দুই দলের মূল খেলোয়াড়। তাদের পারফরমেন্সই খেলার ফলাফল নির্ধারণ করবে।’

এদিকে জুভেন্টাসের বিপক্ষে রোনালদোর দেয়া গোল নিয়ে এই কোচ আরও বলেন, ‘সত্যি বলতে কি গোলটি ছিল অসাধারণ।’

উল্লেখ্য, লা লিগার ৮৬টি মৌসুমে এখন পর্যন্ত ১৮ বার রিয়ালের চেয়ে এগিয়ে মৌসুম শেষ করেছে অ্যাটলেটিকো। তবে গত ২১ বছরে মাত্র একবার। সেটি ২০১৩-১৪ মৌসুমে। আর ওই মৌসুমে দলটি শিরোপাও জিতেছিল।

এমআর/জেআইএম

আরও পড়ুন