ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কিশোরী ফুটবলারদের সংবর্ধনা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:২২ পিএম, ০৫ এপ্রিল ২০১৮

হংকয়ে জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন গ্রুপ। বৃহস্পতিবার বিকেলে বাফুফে ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল, এএফসি ও বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ, ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডাইরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

বাংলাদেশের কিশোরী ফুটবলাররা হংকংয়ের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া, ইরান ও স্বাগতিকদের উড়িয়ে দিয়ে। এএফসি ও সাফের আয়োজনের বাইরে এটা বাংলাদেশের মেয়েদের প্রথম কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া। গত ডিসেম্বরে এই মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছিল সাফ অনুর্ধ্ব-১৫ টুর্নামেন্টে।

সংবর্ধনায় ওয়ালটন তাদের উৎপাদিত কিছু পণ্যসামগ্রী মেয়েদের উপহার দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বাফুফের নির্বাহী কমিটির সদস্য, দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, দলের প্রধান প্রশিক্ষক গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক মারিয়া মান্দা ও সহকারী অধিনায়ক আঁখি খাতুন উপস্থিত ছিলেন।

আরআই/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন