ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওয়াজেদ গাজীর পাশে ফুটবল কোচেস ফোরাম

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:০৪ পিএম, ০১ এপ্রিল ২০১৮

বর্ষীয়ান কোচ ওয়াজেদ গাজীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ফুটবল কোচেস ফোরাম। ঢাকার ফুটবলে অতি পরিচিত মুখ ওয়াজেদ গাজী বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে যশোরে নিজ বাসায় শয্যাশায়ী। দিন চারেক আগে হাঁটতে গিয়ে পড়ে গিয়ে ভেঙ্গেছে তার বাম হাত। ফেটে গিয়েছে কপাল।

রোববার ফুটবল কোচের ফোরামের পক্ষে ওয়াজেদ গাজীর বাসায় গিয়ে দেখা করেছেন কোচ মারুফুল হক ও জাকারিয়া বাবু। তারা অসুস্থ ওয়াজেদ গাজীর শারীরিক অবস্থান খোঁজ নিয়েছেন। পাশাপাশি চিকিৎসার জন্য তারা ৫০ হাজার টাকা দিয়েছেন এই কোচকে।

ওয়াজেদ গাজীকে দেখে এসে কোচ মারুফুল হক জানিয়েছেন, ‘চার দিন আগে তিনি হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিলেন। গাজী ভাই বলেছেন-‘আমি গাজী, হাঁটার সময় লাঠি ধরবো কেন? লাঠি ছাড়া হাঁটতে গিয়েই তিনি পড়ে যান।’

ঢাকার ফুটবলে ওয়াজেদ গাজী সর্বশেষ দায়িত্ব পালন করেন আরামবাগ ক্রীড়া সংঘের। ২০১৬ সালে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে তিনি ক্লাবটির উপদেষ্টা কোচ ছিলেন। এ ছাড়া তিনি ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, বিজেএমসিরও কোচের দায়িত্ব পালন করেছেন।

আরআই/এমএমআর/জেআইএম

আরও পড়ুন