ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

লাওস থেকে ফিরেছে ফুটবল দল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৯ মার্চ ২০১৮

ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে লাওস থেকে বুধবার রাতে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। ২৭ মার্চ লাওসের ভিয়েনতিয়েনে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলেছে লাল-সবুজ জার্সিধারীরা। দীর্ঘ প্রায় দেড় বছর পর এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ।

আগামী সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ ও অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ডকাপ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এ ম্যাচটি খেলেছে বাংলাদেশ। লাওসের বিরুদ্ধে ম্যাচের আগে জাতীয় দলের জন্য কাতার ও থাইল্যান্ডে অনুশীলনের ব্যবস্থা করেছিল বাফুফে।

লাওস যাওয়ার আগে বাংলাদেশ থাইল্যান্ডে দুটি ক্লাব দলের বিপক্ষে ম্যাচ খেলে একটি হেরেছে, একটি জিতেছে। লাওসের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচটি ড্রয়ে কৃতিত্ব ছিল বাংলাদেশের। ফিফা র্যাংকিংয়ে এগিয়ে দলটি ২-০ গোলে প্রথমার্ধে এগিয়ে যায়; কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে লাল-সবুজ জার্সিধারীরা।

আরআই/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন