ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতে সাবিনার প্রথম গোল সেথু এফসির প্রথম জয়

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৯ মার্চ ২০১৮

বাংলাদেশ নারী ফুটবলের অধিনায়ক সাবিনা খাতুন প্রথম গোল করেছেন ভারতের ঘরোয়া ফুটবলে। বৃহস্পতিবার ইন্ডিয়া উইমেন্স লিগে তার দল সেথু এফসিও পেয়েছে প্রথম জয়। শিলংয়ে অনুষ্ঠিত গোকুলাম কেরালা এএফসির বিপক্ষে ১৪ মিনিটে গোল করে সেথু এএফসিকে এগিয়ে নেন বাংলাদেশের গোলমেশিন খ্যাত সাবিনা। ৮৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্থানীয় খেলোয়াড় মনিষা।

ভিসা জটিলতায় সাবিনা ও কৃষ্ণাকে যেতে হয়েছে টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে। যে কারণে দলের প্রথম ম্যাচে পুরো সময় খেলতে পারেননি তিনি। বদলি হিসেবে খেলেছেন শেষ ১৫ মিনিট। ওই ম্যাচে তার দল হেরেছে ৫-০ গোলের বড় ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে প্রায় পুরো সময় খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন সাবিনা।

এ লিগে প্রতিটি দল ২ জন করে বিদেশি রেজিস্ট্রেশন করালেও ম্যাচে খেলতে পারবেন মাত্র ১ জন। যে কারণে এখনো সেথু এফসির হয়ে অভিষেক হয়নি অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের। সেথু এফসির পরের ম্যাচ ২ এপ্রিল রাইজিং স্টুডেন্ট ক্লাবের বিরুদ্ধে।

আরআই/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন