ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রিয়াল আমার ওপর কখনও আস্থা রাখেনি : ইস্কো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৮ মার্চ ২০১৮

মঙ্গলবার রাতটা ছিল স্পেনের উৎসবের রাত। আর্জেন্টিনার মতো দলকে ৬-১ গোলের লজ্জায় ডুুবিয়েছে লা রোজারা। ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন দলটির মিডফিল্ডার ইস্কো, রিয়াল মাদ্রিদে যার কিনা নিয়মিত একাদশেই জায়গা হয় না। জাতীয় দলের জার্সিতে আলো ছড়ানোর পর এবার ক্লাব কোচ জিনেদিন জিদানের উপর জমানো ক্ষোভটা উগড়ে দিলেন ইস্কো।

আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে জয়ের নায়ক হওয়া ইস্কো অভিযোগ জানালেন, রিয়ালে আসলে তাকে প্রাপ্য সুযোগটাই দেয়া হয় না। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একজন খেলোয়াড়ের যে আত্মবিশ্বাস দরকার, মাদ্রিদে সেটা আমাকে দেয়া হয় না। জাতীয় দলের এই ম্যাচটা আমাকে জীবন দিয়েছে। আমি এখানে কোচের আস্থা অর্জন করেছি। আমি দেখাতে চাই, আমি একজন ভালো খেলোয়াড়।’

অভিযোগ আছে, যাদের নিয়মিত একাদশে জায়গা হয় না, তাদের নিয়ে খুব একটা আগ্রহী নন জিদান। ইস্কো বুঝতে পারছেন না, কি করলে ফরাসি কোচের আস্থা তিনি অর্জন করতে পারবেন। হতাশ কন্ঠে এই মিডফিল্ডার বলেন, ‘লোপেতেগুই (স্পেন কোচ) আমাকে প্রাপ্য মিনিটটুকু দিয়ে আত্মবিশ্বাসী করেছেন। সম্ভবত মাদ্রিদে আমি একটা সমস্যা। আমি জানি না, কিভাবে জিদানের আস্থা অর্জন করতে হবে।’

এমএমআর/জেআইএম

আরও পড়ুন