ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘মেসিই বিশ্বসেরা’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:১৮ এএম, ২৭ মার্চ ২০১৮

বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। ক্লাব কিংবা জাতীয় দল, যার ম্যাচই হোক না কেন সব আলো থাকে তার উপর। বিশ্বকাপের মূল পর্বে নিজেদের ঝালিয়ে নেয়ার ম্যাচে আজ (মঙ্গলবার) রক প্রীতি ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নামবে তার দল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে না নামলেও আশা করা যাচ্ছে স্পেনের বিপক্ষে খেলবেন মেসি। তবে মাঠের নামার আগেই মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন স্প্যানিশ মিডফিল্ডার কোকে। তার মতে মেসিই বিশ্বসেরা।

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে কোকে বলেন, ‘মাঠে মেসিকে থামানো খুব কঠিন। যখন আপনি তার বিপক্ষে মাঠে থাকবেন তখন আপনার আশা করতে হবে দিনটা যেন তার না হয়। ভাবনা থাকবে, সে যেন তার সেরা দিনটা না পায়। মেসিই বিশ্বসেরা।’

জাতীয় দল ছাড়াও অ্যাটলেটিকোতে খেলার সুবাধে প্রতি মৌসুমেই মেসির বিপক্ষে মাঠে নামতে হয় কোকের। তিনি খুব ভালো করেন মেসিকে জানেন। তাই প্রীতি ম্যাচে মাঠে নামার আগে এই মিডফিল্ডারের সরল স্বীকারোক্তি, ‘মেসিকে নিয়ে প্রতিপক্ষের তেমন কিছু করার থাকে না। সে একটা আক্রমণ শুরু করতে যাচ্ছে আপনি দেখছেন, তারপরও সে এটা করে ফেলবে। অথবা, হঠাৎ করেই সে কিছু একটা আবিষ্কার করবে। তাকে থামানো প্রায় অসম্ভব।’

এদিকে আর্জেন্টিনার গণমাধ্যম 'ওলে' জানিয়েছে স্পেনের বিপক্ষে খেলা হচ্ছে না মেসির। দলের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি তাকে। শারীরিক অবস্থা ভালো না হওয়ায় হোটেলেই সময় কাটিয়েছেন বার্সা তারকা। তাছাড়া বিশ্বকাপের মূল আসরকে সামনে রেখে তাকে নিয়ে কোনো ধরণের ঝুঁকি নিতেও রাজি নন কোচ হোর্হে সাম্পাওলি।

এমআর/পিআর

আরও পড়ুন