বিশ্বকাপ শেষেই অবসরের ইঙ্গিত ইনিয়েস্তার
আসন্ন রাশিয়া বিশ্বকাপ শেষেই স্পেনের জার্সি তুলে রাখতে পারেন আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনার এই মিডফিল্ডার ইঙ্গিত দিয়ে রাখলেন, বিশ্বকাপের পর আর স্পেনের হয়ে তাকে নাও দেখা যেতে পারে।
বয়সটা ৩৪ চলছে। ২০১৮ বিশ্বকাপের চার বছর পর আরেকটি বিশ্বকাপ খেলার আশা করা তাই কঠিনই ইনিয়েস্তার জন্য। বার্সা মিডফিল্ডারও ওতদূর পর্যন্ত যাওয়ার কথা ভাবছেন না। তার মনে হচ্ছে, এবারই শেষবারের মতো স্পেনের জার্সিতে খেলতে যাচ্ছেন।
সম্প্রতি স্পেনের এক অনুষ্ঠানে সাক্ষাতকার দিতে গিয়ে এমন ইঙ্গিত দিয়েছেন ইনিয়েস্তা। তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে আমাকে শেষবার দেখা যেতে পারে এই বিশ্বকাপেই। আমি কি ছিলাম, এটা মাথায় নিয়ে শুধু দলে থাকতে চাই না।’
নিজের ফেয়ারওয়েলটা ফাইনালের মঞ্চেই চান ইনিয়েস্তা। আর প্রতিপক্ষ হিসেবে তার পছন্দ আর্জেন্টিনাকে। এ সম্পর্কে বার্সা তারকা বলেন, ‘স্পেনের দায়িত্বে আমার ফেয়ারওয়েলটা আশা করছি প্রত্যাশামতোই হবে। আর সে প্রত্যাশাটা অবশ্যই ফাইনাল খেলা। আমরা আশা করছি, আমার শেষ ম্যাচটা হবে বিশ্বকাপের ফাইনাল। আর প্রতিপক্ষ থাকবে আর্জেন্টিনা।’
এমএমআর/জেআইএম