ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্যাংককে বুধবার প্রস্তুতি ম্যাচ মামুনুলদের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২০ মার্চ ২০১৮

থাইল্যান্ড যাওয়ার আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ অ্যান্ড্র ওর্ড বলেছিলেন থাই প্রিমিয়ার লিগের দুই ক্লাবের বিপক্ষে তাদের ম্যাচ হবে ফুটবলারদের পরীক্ষা। লাওসের বিরুদ্ধে ম্যাচটি কেমন খেলবে তার শিষ্যরা সে ধারণা তিনি পাবেন ব্যাংককের ম্যাচ দুটিতে। দুই ম্যাচের প্রথম পরীক্ষায় বুধবার মাঠে নামছে মামুনুলরা। প্রতিপক্ষ রাচাবুরি ফুটবল ক্লাব।

২৭ মার্চ লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরবে বাংলাদেশ। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপকে লক্ষ্য করেই এগুচ্ছেন অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ড। সেপ্টেম্বরের আগে দেশে-বিদেশে অনুশীলন ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলিয়ে তৈরি করতে চান তিনি দলটাকে। কাতারে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করে ১৪ মার্চ ঢাকা ফিরে রোববার ফুটবল দল গেছে ব্যাংকক।

আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ব্যাংককে সপ্তাহখানেক অনুশীলন করে ও দুটি ম্যাচ খেলে লাওস যাবে লাল-সবুজ জার্সিধারীরা। বুধবার থাইল্যান্ডের প্রিমিয়ার লিগের রাচাবুরি এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে দল। ২৩ মার্চ দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ব্যাংকক গ্লাস ফুটবল ক্লাব।

আইএইচএস/এমএস

আরও পড়ুন