নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে এক গ্রুপে বাংলাদেশ-মালয়েশিয়া
চলতি বছরটি বেশ ব্যস্ত কাটবে বাংলাদেশের নারী ফুটবলারদের। ব্যস্ততা শুরু হবে এ মাসের শেষের দিকে হংকংয়ে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৫ আমন্ত্রণমূলক একটি টুর্নামেন্ট দিয়ে। বাংলাদেশের মেয়েরা খেলবে ওই টুর্নামেন্টে। মে মাসে থাইল্যান্ডে হবে এএফসি নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। সেখানে খেলবে বাংলাদেশ। এ টুর্নামেন্ট দিয়ে ফুটসালে অভিষেক হবে বাংলাদেশের মেয়েদের।
২ থেকে ১২ মে বাংককে অনুষ্ঠিতব্য এএফসি নারী ফুটসালে অংশ নেবে ১৫ দেশ। চার গ্রুপে ভাগ হলে লিগভিত্তিতে খেলবে দলগুলো। তারপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল। বাংলাদেশ এই টুর্নামেন্টে পড়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপে বাংলাদেশের ৩ প্রতিপক্ষ মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে।
‘এ’ গ্রুপে হংকং, ইন্দোনেশিয়া ও ম্যাকাও, ‘সি’ গ্রুপে জাপান, চীন, বাহরাইন ও লেবানন এবং ‘ডি’ গ্রুপে আছে ইরান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান।
বাংলাদেশের মেয়েদের ফুটসালে অভিষেক হবে ২ মে মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ৪ মে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম ও ৬ মে গ্রুপের শেষ ম্যাচ চাইনিজ তাইপের বিরুদ্ধে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে কোয়ার্টার ফাইনালে।
আরআই/আইএইচএস/পিআর