ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আমি স্বার্থপর নই : মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১৮ মার্চ ২০১৮

লিওনেল মেসিকে কেউ কখনো ‘স্বার্থপর’ বলতে পেরেছেন- এমন নজির নেই। ভবিষ্যতেও কেউ যাতে তাকে ‘স্বার্থপর’ বলতে না পারে, সে হিসেবে নিজেকে পরিচালিত করছেন বার্সার আর্জেন্টাইন সুপারস্টার। তিনি নিজেই জানিয়েছেন, ‘আমি স্বার্থপর নই। স্বার্থপর যেন হতে না হয়, সে দিক চিন্তা করেই কাজ করে যাচ্ছি। আমি যেন হতে পারি একজন টিম প্লেয়ার।’

৩০ বছর বয়সী এই তারকা চেলসির বিপক্ষে গোল করেই চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম গোলের সেঞ্চুরি করে ফেলেছেন। একই সঙ্গে লা লিগায় এবারের মৌসুমে এখনও পর্যন্ত সর্বোচ্চ ২৪ গোল এসেছে তার পা থেকে। একই সঙ্গে স্প্যানিশ ফুটবলে তিনিই এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলের সুযোগসৃষ্টিকারী ফুটবলার। মোট ১২টি গোলের অ্যাসিস্ট করেছেন মেসি। গত সপ্তাহেই তিনি জানিয়েছেন, বার্সায় তিনি আরও কতটা কার্যকরী ভুমিকায় খেলে যেতে চান- এ বিষয়ে।

১০ বছর আগে যেভাবে খেলতেন একজন খেলোয়াড়, দীর্ঘ সময় পর যেন নিজের সেই পজিশনটাই পরিবর্তন করার দিকে মনযোগ তার। ছিলেন উইংয়ে এক গতিময় ফুটবলার। সেখান থেকে চলে আসলেন অ্যাটাকিং মিডফিল্ডে। তবুও গোলের বন্যা তার পায়ে বহমান। নিজেই আমেরিকা টিভিকে মেসি বলেছেন, ‘আগে আমি প্রায়ই বলের নিয়ন্ত্রণ নিতাম আগে। এরপর নিজের মত করেই সেটাকে কাজে লাগাতামা কিংবা চিন্তা করতাম নিজের মত করে সেটাকে কিভাবে কী করা যায়!’

বর্তমানে কী করছেন? সেটাও জানিয়েছেন মেসি। তিনি বলেন, ‘এখন আমি চিন্তা করি নিজেকে কিভাবে একজন দলীয় খেলোয়াড়ে পরিণত করবো। এখন আমি অনেক বেশি বল পাস দিই। চেষ্টা করি যেন অনেক বেশি স্বার্থপর হয়ে না উঠি। এটা আসলে নিজের ইচ্ছার ব্যাপার। আমি চেষ্টা করি দলকে এক পজিশন থেকে আরেক পজিশনে নিয়ে যাওয়ার। আমি আগের চেয়েও যেন এখন অনেক বেশি দৌড়ানোর চেষ্টা করি। তবে সেটা ভিন্নভাবে।’

বার্সায় আর্নেস্তো ভালভার্দের ৪-৪-২ ফরমেশনে মেসি হচ্ছে দ্বিতীয় ফরোয়ার্ড। তবে, দিনের পর দিন তিনি নিজেকে আবিষ্কার করছেন আরও গভীরে, নিচের দিকে। প্রায়ই নিজের অর্ধে এসে মেসিকে বল রিসিভ করতে হচ্ছে এবং মিডফিল্ডেই নিজেকে ব্যাস্ত রাখতে হচ্ছে বেশি।’

২০১৬ সালেই বার্সার সাবেক কোচ লুইস এনরিকে বলেছেন, মেসি যদি চান, তাহলে যে কোনো পজিশনেই তিনি নিজেকে সেরা খেলোয়াড়ে পরিণত করতে পারবেন। তবে আজ সম্ভবত অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে অনেক উপরে উঠে খেলতে হতে পারে মেসিকে। কারণ, ৫টি হলুদ কার্ডের কারণে এই ম্যাচে নিষিদ্ধই থাকতে হচ্ছে লুইস সুয়ারেজকে। সুতরাং, ফরোয়ার্ডে দায়িত্ব নিয়ে খেলার জন্য মেসি ছাড়া আর আছে কে?

আইএইচএস/আরআইপি

আরও পড়ুন