ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এমন প্রতিযোগিতায় শততম গোল পেয়ে খুশি মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৫ মার্চ ২০১৮

নু ক্যাম্পে ঘরের দর্শকদের সামনেই চ্যাম্পিয়ন্স লিগের ৯৯তম গোলটি করলেন লিওনেল মেসি। করলেন শততম গোলও। যেই দুই গোলে ভর করে আবার চেলসিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে লিগের শেষ আটও নিশ্চিত হয়ে গেল বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রতিযোগিতায় এই মাইলফলক ছুঁতে পারাটা বাড়তি গুরুত্ব পাচ্ছে মেসির কাছে।

ম্যাচ শেষে নিজ ও দলের অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বার্সা সুপারস্টার বলেন, ‘এমন সুন্দর একটা প্রতিযোগিতায় ১০০ গোলের মাইলফলক ছুঁতে পেরে আমি ভীষণ খুশি। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, দারুণ সব খেলোয়াড়দের নিয়ে গড়া একটি দলের বিপক্ষে কঠিন একটি ম্যাচে এগিয়ে থাকা। আমরা শুরুতেই গোল পেয়ে যাই, যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল।’

যা ফল হয়েছে, তাতে খুশি মেসি। তবে তৃতীয় গোলটা হওয়ার আগেও বার্সেলোনা নির্ভার হয়ে পড়েনি, জানিয়েছেন আর্জেন্টাইন এই জাদুকর, ‘যা হয়েছে, আমি এখন খুশি। এটা কঠিন একটা ম্যাচ ছিল, আমরাও দল হিসেবে খুব শক্তিশালী ছিলাম। যখন আমরা তৃতীয় গোলটি করি, তখন আসলে ম্যাচটা কার্যত আমাদের দিকে হেলে পড়ে।’

ম্যাচশেষে মেসির ভূয়সী প্রশংসা করেন প্রতিপক্ষ চেলসির কোচ আন্তোনিও কন্তেও। এই বিষয়টি মেসির নজরে আনা হলে বার্সা সুপারস্টার বলেন, ‘আমি তার কথা শুনিনি। তবে তাদের কাছ থেকে শুনেছি, তিনি কি বলেছেন। তার এমন কথার জন্য ধন্যবাদ।’

এমএমআর/এমএস

আরও পড়ুন