ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চেলসির বিপক্ষে ক্যারিয়ারের দ্রুততম গোল মেসির

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৫ মার্চ ২০১৮

চেলসির বিপক্ষে মাঠে নামার আগে শততম গোলের মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন মেসি। দরকার ছিল মাত্র দুই গোলের। জোড়া গোল করে নিজের মাইলফলক স্পর্শের পাশাপাশি দলকে নিয়ে গেছেন শেষ আটে। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় মেসির দ্রুততম গোলের রেকর্ড নিয়ে।

ম্যাচের দুই মিনিট আট সেকেন্ডে সুয়ারেজের বাড়ানো বলে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। আর এতেই ৩০ বছর বয়সী মেসির বার্সেলোনা বা আর্জেন্টিনার জার্সিতে এটিই দ্রুততম গোল। ক্যারিয়ারে সব মিলিয়ে ছয়শ’ গোল করলে‌ও মেসি কখনো এর চেয়ে কম সময়ে গোল করতে পারেননি।

এর আগে মেসির দ্রুততম গোলটি ছিল ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে। ওই ম্যাচে গোল করতে আর্জেন্টাইন এই অধিনায়ক সময় নিয়েছিলেন ২ মিনিট ২৬ সেকেন্ড। আর বার্সেলোনার হয়ে তার দ্রুততম গোলটি হল ২০১০ সালের আগস্টে রেসিং সান্তেদারের বিপক্ষে ম্যাচের ২ মিনিট ৩৬ সেকেন্ড সময়ে। চ্যাম্পিয়ন্স লিগে আগের দ্রুততম গোলটি করা ২০১৬ সালে ২ মিনিট ৪৬ সেকেন্ড সেল্টিকের বিপক্ষে।

এমআর/আরআইপি

আরও পড়ুন