ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপে কি থাকবেন না নুয়্যার?

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১৩ মার্চ ২০১৮

ম্যানুয়েল নুয়্যার কবে মাঠে ফিরবেন? আসন্ন বিশ্বকাপে কি থাকবেন জার্মান গোলরক্ষক? এমন হাজারও প্রশ্ন ভক্ত-সমর্থকদের মনে। অস্বস্তির খবর হলো, সত্যিই কবে মাঠে ফিরবেন, সেটা জানেন না নুয়্যার নিজেও। চোটটা যে সেভাবে সেরে উঠছে না।

গত বছরের সেপ্টেম্বরে পায়ের হাড় ভেঙে মাঠের বাইরে ছিটকে পড়েন নুয়্যার। সফর অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে এ বছরই জানুয়ারিতে ফেরার কথা ছিল তার। অথচ ইনজুরির পর ১৭৮ দিন পেরিয়ে গেলেও পুরোদ্যমে অনুশীলন শুরু করতে পারেননি বায়ার্ন মিউনিখের গোলরক্ষক।

বায়ার্ন মিউনিখের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুম্মেনিগে জানিয়েছেন, এপ্রিলের দিকে অনুশীলনে ফিরতে পারেন নুয়্যার। বিশ্বকাপেও এই গোলরক্ষককে দেখা যাবে এমন আশা তার, ‘সে ভালো করছে, মানসিকভাবেও বেশ ভালো। আমরা ইতিবাচক, এই মৌসুমেই বায়ার্ন মিউনিখে ফিরবে সে। বিশ্বকাপেও থাকবে।’

তবে নুয়্যারের ফেরার নির্ধারিত তারিখ বলছেন না কেউই। জার্মান গোলরক্ষক নিজেও না। তিনি বলেন, ‘সব ভালোভাবে চলছে, আমি সেরা ছন্দে ফেরার অপেক্ষায় আছি। আমি বলতে চাই না, কখন সেটা হবে। তবে এই মুহূর্তে আমি আশি ভাগ ফিট।’

আগামী বিশ্বকাপে জার্মানির জার্সি গায়ে খেলতে পারবেন, এই আশাও করছেন নুয়্যার। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী, এই মৌসুমের দ্বিতীয়ার্ধেই ফিরতে পারব। বায়ার্নের হয়ে আমার অনেক অর্জনের লক্ষ্য আছে। তবে মূল লক্ষ্য বিশ্বকাপ। আমি মনে করি, জার্মানির আমাকে দরকার। আমি জাতীয় দলের সঙ্গে থাকতেই পছন্দ করব।’

এমএমআর/আরআইপি

আরও পড়ুন