ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বার্সায় অভিষেক ইংলিশ তারকা ম্যাকগুয়েনের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:১৩ এএম, ০৮ মার্চ ২০১৮

ম্যাচটি ছিল অনেকটা প্রতিশোধের। আর আগের মৌসুমের হারের প্রতিশোধটা ভালোভাবেই নিল বার্সেলোনা। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর ট্রাইবেকারে গড়ান ম্যাচ ৪-২ ব্যবধানে জিতে কাতালান সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে দলটি। আর এ ম্যাচেই ইংলিশ দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বার্সার হয়ে মাঠে নামেন মার্কাস ম্যাকগুয়েন।

নিয়মিত একাদশের সবাইকে দলের বাইরে রেখে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের দিয়েই একাদশ সাজান বার্সা কোচ ভালভার্দে। মেসি-সুয়ারেজ-কুতিনহোরা না থাকলেও এদিন দলে ছিলেন ওসমানে ডেম্বেলে। মেসির ১০ নম্বর জার্সি পরে এদিন মাঠে নেমেছিলেন লা মাসিয়ার ফুটবলার কার্লস এলেনা।

এদিকে ম্যাচের দ্বিতীয়ার্ধে ভিদালের পরিবর্তে মাঠে নামেন মার্কাস ম্যাকগুয়েন। আর এতেই নতুন মাইলফলক গড়েন ইংলিশ এই তারকা। গ্যারি লিনেকারের পর দ্বিতীয় ইংলিশ তারকা হিসেবে বার্সার জার্সি পড়ে মাঠে নামেন।

এর আগে ১৯৮৬ বিশ্বকাপের পর ইংলিশ প্রথম খেলোয়াড় হিসেবে বার্সার হয়ে নামেন লিনেকার। কালাতান দলটির হয়ে ১০৩ ম্যাচে ৪২ গোল করেন মেক্সিকো বিশ্বকাপে গোল্ডেনবুট জেতা এই তারকা। এদিকে চলতি মৌসুমে আর্সেনাল থেকে বার্সায় যোগ দেন মার্কাস ম্যাকগুয়েন।

এমআর/আরআইপি

আরও পড়ুন