ডায়রিয়ায় আক্রান্ত নেইমার!
বিপদ একের পর এক লেগেই আছে নেইমারের! পিএসজিতে আসার পর কয়েক দফা ইনজুরিতে পড়েছিলেন। স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন্স লিগে দলকে ভালো কিছু উপহার দিতে পারবেন; কিন্তু ভাগ্য এতটাই খারাপ যে, দ্বিতীয় রাউন্ডেই দেখা হয়ে গেলো রিয়াল মাদ্রিদের। ফলে প্রথম লেগে ৩-১ গোলে পিছিয়ে রয়েছে পিএসজি। ফিরতি লেগে অসাধারণ কিছু করতে পারলেই কেবল কোয়ার্টারের ছাড়পত্র পাবে।
এরই মধ্যে প্রথমে শোনা গেলো, ইনজুরিতে পড়েছেন তিনি। এবার ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, ডায়রিয়ায় আক্রান্ত নেইমার। যে কারণে তাকে দলে রাখাই সম্ভব হয়নি। পিএসজি কোচ উনাই এমেরি জানিয়েছেন এ তথ্য।
আগামীকালই (রোববার) মার্সেইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে পিএসজির। উনাই এমেরির ঘোষণা অনুসারে এই ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনাই নেই।
এমেরি বলেন, ‘আমি তো ডাক্তার নই। তবে, ক্লাবের ডাক্তার আমাকে বলেছেন, নেইমার কিছুটা অসুস্থ। নেইমার অসুস্থ হলেও আমি খুব আশাবাদী যে, সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবে।’
এমেরিই জানিয়েছেন, ‘নেইমারের এই অসুস্থতা ইনজুরি সমস্যা নয়। এটা পেটে গ্যাসজনিত সমস্যা। সঙ্গে কিছুটা জ্বরও রয়েছে। লাস দিয়ারার যেমনটা হয়েছিল, প্রায় তেমনই।’
আইএইচএস/এমআরএম