‘প্যারিসে কী অপেক্ষা করছে, রিয়াল কল্পনাই করতে পারছে না’
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচে রিয়ালের কাছে ৩-১ গোলে হেরে গেলেও নেইমারের ক্লাব পিএসজি ফিরতি লেগে উল্টো রিয়াল মাদ্রিদকেই কঠোর হুমকি দিচ্ছে। ৩-১ ব্যবধানে জয়ের কারণে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে রয়েছে রিয়াল। যদিও, ফিরতি লেগে অন্তত ২-০ গোলের ব্যবধানে জিতে যায় পিএসজি, তাহলে বিদায় নেবে রিয়ালই। পিসজির মাঠে যদি রিয়াল গোল করে বসে, তাহলে অন্তত ৩ গোলের ব্যবধানে জিততে হবে।
এমন পরিস্থিতিতেও রিয়াল মাদ্রিদের প্রতি হুঙ্কার ছাড়ছেন পিএসজি কোচ উনাই এমেরি। সরাসরিই বলে দিচ্ছেন, ‘ফিরতি লেগে প্যারিসে যে রিয়াল মাদ্রিদের জন্য কী অপেক্ষা করছে, সেটা তারা কল্পনাই করতে পারছে না।’
মার্চের প্রথম সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হচ্ছে নেইমারের পিএসজি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ। লজ ব্লাঙ্কোজরা যখন পার্ক ডি প্রিন্সেসে সফরের প্রস্তুতিতে ব্যাস্ত তখনই উনাই এমেরির হুমকি। ঘাবড়ে যাবে কি রিয়াল মাদ্রিদ? হুমকির জবাব যদিও তাদের কাছ থেকে এখনও পাওয়া যায়নি।
নিজ দলের সমর্থকদের আস্বস্থ করতেই বলা যায় এমন হুঙ্কার দিয়ে বেড়াচ্ছেন পিএসজি কোচ। প্যারিসে মার্সেই এবং রিয়াল মাদ্রিদের সফর নিয়ে সমর্থকরা যাতে ক্লাবের ওপর আস্থা রাখতে পারে, সে লক্ষ্যেই মুখের বুলি আউড়ে বেড়াচ্ছেন উনাই এমেরি। তিনি বলেন, ‘চলতি মৌসুমেই অধিকাংশ ম্যাচে দেখিয়ে দিয়েছি যে, আমরা কী করতে পারি। এমনকি এটাও সত্য যে, পার্ক ডি প্রিন্সেসে আমরা বাড়তি শক্তি খুঁজে পাই যেন। এই মাঠেই আমরা চলতি মৌসুমে মোট ১৭টি ম্যাচ জিতেছি।’
মার্সেই এবং রিয়াল মাদ্রিদের উদ্দেশ্যে উনাই এমেরি বলেন, ‘মার্সেই এবং রিয়াল মাদ্রিদ জানে, তাদের পার্ক ডি প্রিন্সেসে এসে খেলতে হবে। কিন্তু এটা তারা জানে না যে, তাদেরকে কী পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তবে, আমাদের সবার জন্যই এই দুটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ।’
নিজ দলের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের দলটা খুবই নিবেদিত এবং সবার মাঝে দারুণ ঐক্য। তারা জানে কী করতে হবে। সামনের দুই ম্যাচে তো আরও বেশি যে নিজেদের ঢেলে দিতে হবে, সেটাও তারা জানে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। নিজেদের মাঠে আমরা সেরাটাই ঢেলে দিতে চাই। অতীতে কী ঘটেছিল, সামনে কী আছে- আমরা এখন সেসব নিয়ে ভাবতে চাই না। শুধু এই দুটি ম্যাচই আমাদের চিন্তায়।’
আইএইচএস/জেআইএম