ফুটবলে আকৃষ্ট করতে মেহেরপুরে নারী ফুটবল ম্যাচ
দেশে সৃষ্টি হয়েছে নারী ফুটবলের জাগরণ। সাফল্যও পেতে শুরু করেছে। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে তৃণমূল পর্যায় থেকে এখনও উঠে আসছে না তেমন নারী ফুটবলার। তরুণ নারীদের আকৃষ্ট করতে মেহেরপুরের গাংনীতে আয়োজন করা হয় ফুটবল ম্যাচ।
এতে অংশ নেয় ঢাকা ও খুলনা অঞ্চলের নারী ফুটবলাররা। বেশ কয়েকজন জাতীয় দলের খেলোয়াড়ও ছিলেন এ ম্যাচে। খেলা শুরু হবার আগে থেকেই ঢল নামে দর্শকদের। কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ। খেলা দেখে খুশি দর্শকরাও। এতে তরুণ নারীরাও আকৃষ্ট হচ্ছে খেলার প্রতি।
খুলনা অঞ্চলের ফুটবল প্রশিক্ষক আলি আকবর বলছেন, ফুটবলে ছেলেদের চেয়ে নারীরা এগিয়ে। তারপরও তেমন সুযোগ-সুবিধা তৈরি হয়নি নারী ফুটবলার তৈরিতে। তাই নারী ফুটবলার সরকারি সহযোগিতার দাবি করেন তিনি।
আয়োজক কমিটির আহ্বায়ক হাসান আলি নূরী জানান, ফুটবলে তরুণ নারীদের আকৃষ্ট করতে এ আয়োজন। ভবিষ্যতে ফুটবলই নয় ক্রিকেট, বাসকেটবল, ভলিবলসহ নারীদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন করা হবে। তবে জেলা ও জাতীয় পর্যায়ে নারীদের নিয়ে লিগ আয়োজন ও প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় ক্ষোভ স্থানীয়দের মাঝে।
আসিফ ইকবাল/এমআর/এমএস