সেই বিতর্কিত রেফারিকেই ফিরতি লেগে চায় পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে ৩-১ গোলে হেরে এসেছে নেইমারের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ওই ম্যাচের পর রেফারি জিয়ানলুকা রচ্চির কঠোর সমালোচনা করেছেন পিএসজি কোচ উনাই এমেরি এবং ক্লাবটির মালিক শেখ নাসের আল খলিফা। রেফারির এক তরফা পক্ষপাতিত্বের কারণেই নাকি হেরেছে তারা- এমন অভিযোগ ফরাসি ক্লাব কর্মকর্তাদের।
রেফারির ওপর খড়গহস্ত হতে হতে উনাই এমেরি এবার আরও একটি তোপ দেগে বসলেন ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংগঠন উয়েফার। উনাই এমেরি স্লেশ মাখানো কণ্ঠেই উয়েফার কাছে দাবি জানিয়েছেন, ফিরতি লেগের ম্যাচেও যেন এ বিতর্কিত রেফারি জিয়ানলুকা রচ্চিকে পরিচালনার দায়িত্ব দেয়া হয়।
স্ট্রসবার্গের বিপক্ষে ম্যাচের আগে উনাই এমেরি বলেন, ‘যদি সান্তিয়াগো বার্নাব্যুতে একই নিয়ম আরোপ করা হয়, তাহলে সেটা কেন পার্ক ডি প্রিন্সেসে হবে না! সুতরাং, একই নিয়ম আরোপ করার জন্য ফিরতি লেগে আমি ম্যাচ পরিচালনার জন্য একই রেফারিকে চাই। আমি খুব খুশি হবো যে, একই রেফারি যদি এ ম্যাচের দায়িত্ব পান এবং ম্যাচে তিনি যদি একই ক্রাইটেরিয়া অনুসরণ করে সিদ্ধান্ত নেন।’
লিওঁ এবং ভিয়ারিয়েল ম্যাচের উদাহরণ টেনে উনাই এমেরি বলেন, ‘আমি লিওঁ এবং ভিয়ারিয়েল ম্যাচ দেখেছি। রেফারিং সেখানে ছিল খুবই ভারসাম্যপূর্ণ। আমাদের ম্যাচের সঙ্গে এর তুলনা করে দেখলাম। এরপরই চিন্তা করলাম, তিনি যদি (একই রেফারি, জিয়ানলুকা রচ্চি) স্বাগতিক দলের জন্য একই ক্রাইটেরিয়ায় সিদ্ধান্ত নেন, তাহলে ফিরতি লেগে তাকেই দায়িত্ব দেয়া প্রয়োজন।’
আইএইচএস/জেআইএম