ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘মেসিকে লাথি মারলে যেমন বিপদ, নেইমারকেও’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

লিওনেল মেসির মতো ফুটবলারকে খেপানোর পরিণতি প্রতিপক্ষ দল ভালো করেই জানে। বিশ্ব ফুটবলের এ সেরা তারকাকে লাথি মারলে মাঠে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। একই কথা নাকি প্রযোজ্য নেইমারের বেলায়। রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার জুলিও ব্যাপতিস্তা জিদানের দলকে তাই সতর্ক করে দিচ্ছেন আগেভাগেই।

ব্যাপতিস্তা এমনিতে নেইমারের সঙ্গে বেশ ঘনিষ্ঠ। কথা বলছিলেন, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নেইমারের প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ম্যাচ নিয়ে। বুধবার শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল।

এই ম্যাচের আগে নেইমারের ব্যাপারে রিয়ালকে সতর্ক করে দিলেন ব্যাপতিস্তা। মেসির সঙ্গে ব্রাজিলিয়ান সুপারস্টারের তুলনা করে তিনি বলেন, ‘যখন আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলি, একটি কথা বলা হয়, মেসিকে লাথি মারতে যেয়ো না। এটা তাকে জাগিয়ে তুলবে। একই কথা নেইমারের বেলায়। সে এখনকার ফুটবলের অন্যতম ভয়ংকর খেলোয়াড়।’

তাহলে এ লড়াইয়ে কাকে ফেবারিট মনে করছেন ব্যাপতিস্তা-নিজের সাবেক দল রিয়াল মাদ্রিদকে নাকি বন্ধু নেইমারের পিএসজিকে? সাবেক এই ফুটবলার অবশ্য বিতর্কে যেতে চাইলেন না। তার উত্তর, ‘এটা উম্মুক্ত থাকবে। পিএসজি খুব শক্তিশালী, ইউরোপের সেরা আক্রমণভাগ তাদের। যেখানে মাদ্রিদ বিপরীত। মাদ্রিদ মাদ্রিদই। তারা ভালো করেই জানে কিভাবে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হয়। তাই আমার মনে হয়, লড়াইটা উম্মুক্ত থাকবে।’

এমএমআর/আইআই

আরও পড়ুন