ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পিএসজিকে সমীহ করছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

সময়টা ভালো কাটছে না রিয়াল মাদ্রিদের। লা লিগা আর কোপা দেল রে'র শিরোপা হাতছাড়া করে এখন শুধু চ্যাম্পিয়ন্স লিগের দিকে তাকিয়ে জিনেদিন জিদানের দল। দল ধুঁকছে, তবে টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন্স লিগ বলেই রিয়ালকে রাখতে হচ্ছে সামনের দিকে। শেষ ষোলোতে পিএসজির বিপক্ষেও ফেবারিটের তকমাটা তাদের গায়েই।

তবে ফেবারিটের তকমা থাকলেও প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) খাটো করে দেখতে নারাজ রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো।

নেইমার, কাভানি, এমবাপেদের নিয়ে গড়া পিএসজির এই দলটিকে সম্মানই জানাতে চান রোনালদো। তবে অভিজ্ঞতায় যে তারা এগিয়ে থাকবেন, সেটাও মনে করিয়ে দিতে ভুল করেননি পর্তুগিজ যুবরাজ। তিনি বলেন, 'আমরা দুর্দান্ত সব খেলোয়াড় নিয়ে গড়া দারুণ একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। তবে আমরা দেখিয়েছি, রিয়াল মাদ্রিদ অভিজ্ঞতায় ভরপুর শক্তিশালি একটি দল।'

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই নিয়ে রোনালদো বলেন, 'আমাদের খুবই মনোযোগি থাকতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে এগিয়ে যেতে দুটি ম্যাচে ভালো খেলতে হবে। আমরা পিএসজিকে ভীষণ সম্মান করি, তবে আমাদের দলটি একতাবদ্ধ।'

মৌসুমের শুরুটা একদমই ভালো হয়নি। তবে সর্বশেষ ম্যাচে হ্যাটট্রিক করেই ছন্দে ফিরেছেন রোনালদো। নিজের ফর্ম নিয়ে রিয়াল তারকা বলেন, 'আমি সবসময়ই সব পর্যায়ে নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করি। মাঝেমধ্যে নিজের মতো করে হয় না। তবে অভিজ্ঞতা আমাকে বলেছে, যদি কঠোর পরিশ্রম করে যাওয়া যায়, কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।'

এমএমআর/আরআইপি

আরও পড়ুন