রিয়ালকে সতর্ক করলেন পিএসজির ডি মারিয়া
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আছে দুর্দান্ত ছন্দে, রিয়াল মাদ্রিদ তো চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নই। বুধবার লিগের শেষ ষোলোর হাইভোল্টেজ প্রথম লেগে মুখোমুখি হচ্ছে দুই দল। পরিসংখ্যান রিয়ালকে এগিয়ে রাখলেও এই ম্যাচে প্রতিপক্ষের জন্য সতর্কবার্তাই ছুড়ে দিলেন পিএসজির মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া।
চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে (২০১৬-১৭) বার্সেলোনার মতো কঠিন প্রতিপক্ষের সামনে পড়ায় ছিটকে পড়েছিল পিএসজি। এবার তাদের সামনে চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সফল দল রিয়াল মাদ্রিদ।
তবে ডি মারিয়া মনে করিয়ে দিলেন, গতবারের সঙ্গে তাদের এবারের দলটিকে তুলনা করলে ভুল করবে রিয়াল। তিনি বলেন, 'আমরা গত মৌসুমের চেয়ে এবার শক্তিশালি। এ ধরনের ম্যাচে আপনার শুধু প্রতিভা থাকলেই চলে না। জয় পেতে হলে কিছুটা ভাগ্যেরও দরকার হয়।'
পরিসংখ্যানে এগিয়ে থাকলেও রিয়াল মাদ্রিদ এবার সেরা ছন্দে নেই। লা লিগা, কোপা দেল'রের শিরোপা হাতছাড়া করেছে তারা। শেষ ভরসা চ্যাম্পিয়ন্স লিগ। তবে টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন্স লিগ বলেই প্রতিপক্ষের ফর্মহীনতাকে সুবিধা ধরতে নারাজ ডি মারিয়া। রিয়ালকে নিয়ে তিনি বলেন, 'রিয়াল মাদ্রিদ দারুণ একটি দল। চ্যাম্পিয়ন্স লিগে তারা সবসময়ই পারফর্ম করে। যখনই চ্যাম্পিয়ন্স লিগের সংগীত বেজে ওঠে, তাদের খেলোয়াড়রা বদলে যায় এবং সেরাটা খেলে।'
তবে রিয়ালের বিপক্ষে জয়ের মন্ত্র কি হবে? ডি মারিয়া জানালেন, তারা শুধু নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চান, 'তারা (রিয়াল) তো শুধু বল নিয়ন্ত্রণে রাখার জন্য খেলে না। তাদের বিপক্ষে ম্যাচ নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আমাদের আসল কাজ হবে নিজেদের খেলাটা খেলা। পুরো মৌসুমে আমরা যেমন খেলেছি, তেমনই খেলতে হবে।'
এমএমআর/আরআইপি