ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘অনেক সম্মান হারিয়েছে আর্জেন্টিনা, ব্যতিক্রম শুধু মেসি’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

আর্জেন্টিনার বর্তমান দলটি নিয়ে অনেকবারই সমালোচনা করেছেন ডিয়েগো ম্যারাডোনা। এই দলটি ভুল কোচের অধীনে পরিচালিত হচ্ছে, এমন মতও জানিয়েছেন আগে। সম্প্রতি এক সাক্ষাতকারে আরও একবার হতাশা প্রকাশ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক কোচ। তার মতে, লিওনেল মেসিকে বাদ দিলে আর্জেন্টিনার এই দলটি সম্মান পাবার যোগ্য নয়।

হোর্হে সাম্পাওলি আর্জেন্টিনা দলের দায়িত্ব নেয়ার পর সাফল্য ব্যর্থতা দুটোই দেখেছে দল। ব্যর্থতার পাল্লাই যেন ভারি। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই বাদ পড়তে যাচ্ছিল আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত মেসির একক নৈপুন্যে এই বাধা পেরিয়ে যায় দলটি।

তারপরও ব্যর্থতা থামেনি। নাইজেরিয়ার মতো দলের বিপক্ষে সর্বশেষ চারটি গোল হজম করে সাম্পাওলির শিষ্যরা। ম্যারাডোনা এই দল নিয়ে ভীষণ ক্ষিপ্ত। সম্প্রতি আর্জেন্টাইন সংবাদপত্র 'দিয়ারিও পপুলার'-এর সঙ্গে এক সাক্ষাতকারে তিনি বলেন,‘মেসির কথা আলাদা, বিশ্ব ফুটবলে সম্মান হারিয়েছে আর্জেন্টিনা। আমার খারাপ লাগে যে আজ আর্জেন্টিনাকে সম্মান করা খুব কঠিন হয়ে পড়েছে। কেননা কেউই তাদের ভয় পায় না। গত ম্যাচে তো আমরা নাইজেরিয়ার বিপক্ষেও আট গোল খেতে বসেছিলাম।’

ম্যারাডোনা মনে করছেন, ফরোয়ার্ড নির্বাচনে অদক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন সাম্পাওলি। এই ভুলের কারণেই ভালো করতে পারছে না আর্জেন্টিনা, ‘বিশ্বকাপের জন্য মাওরো ইকার্দির উপর ভরসা করা খুবই অস্বস্তিকর। হিগুয়েন তার চেয়ে দশ গুণ ভালো। এটা পরিষ্কার যে, এই ছেলে (সাম্পাওলি) কিছুই জানে না। সে শুধু জানে, বন্ধুদের বাসায় বসে কি খেতে হবে। আমরা নয় নাম্বার নিয়েও ভুগছি, যেখানে কার্লোস তেভেজের দুর্দান্ত সামর্থ্য রয়েছে।’

বোঝাই যাচ্ছে, আন্দালুসিয়ায় থাকার সময় সেভিয়ার সাবেক কোচ সাম্পাওলি আর ম্যারাডোনার মধ্যে যে সম্পর্কোবনতি হয়েছিল, সেটার রেশ রয়ে গেছে এখনও।

ওই সময়কার ঘটনাটি বিস্তারিত জানাতে গিয়ে ম্যারাডোনা বলেন, ‘সেভিয়ায় সাম্পাওলির সঙ্গে আমাদের একটা প্রজেক্ট ছিল। সে আমাকে কল করলো এবং আমাকে নিতে উদগ্রীব ছিল। সে তখন দুবাইয়ে, আমি তাকে কল করতে বলেছিলাম। তখন সে জানালো, সেভিয়া আমাকে সম্মাননা দিতে চায়। কেন? আমাকে রাগিও না, আমি মাত্র তিনটি ম্যাচ খেলেছি সেভিয়ায়। এর কোনো মানে হয় না। আসল ঘটনা হলো, সে জাতীয় দলের সঙ্গে সব ঠিক করে রেখেছিল এবং আমাকে শুধু ছবিতে ব্যবহারের জন্য এটা করেছিলো।’

সামনে আর্জেন্টিনা জাতীয় দলের ম্যাচ রয়েছে আগামী ২৭ মার্চ। এস্তাদিও ওয়ান্ডা মেট্রোপলিটেনোতে তারা মুখোমুখি হবে স্পেনের।

এমএমআর/আইআই

আরও পড়ুন