রিয়াল-পিএসজি ম্যাচের টিকিটের মূল্য ২৫ লাখ টাকা!
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ আর পিএসজির ম্যাচ মাঠে গড়াতে এখনও প্রায় ১০দিন বাকি। তবে দ্বিতীয় রাউন্ডের ড্র হওয়ার পর থেকেই এই ম্যাচ নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে মাদ্রিদ আর প্যারিসে। স্পেন আর ফ্রান্স- ফুটবল যেন এখন এই দুইভাগে ভাগ হয়ে গেছে। কেউ পিএসজি আবার কেউ রিয়াল মাদ্রিদের পক্ষে।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ; কিন্তু এই ম্যাচটি দুই দলের জন্যই একার্থে জীবন-মরন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই একটি ম্যাচের ওপরই নির্ভর করছে রিয়াল মাদ্রিদের পুরো মৌসুমের সব ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুনভাবে উঠে দাঁড়ানোর সবচেয়ে বড় দাওয়াই। ইতিমধ্যে লা লিগা জয়ের সব সম্ভাবনা হারিয়ে ফেরেছে রিয়াল। অন্যদিকে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিয়েছে রিয়াল। এখন তাদের সামনে বাকি আছে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ। পিএসজি বাধা পার হতে পারলেই কেবল তারা এই শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখতে পারে।
অন্যদিকে হাজার হাজার কোটি টাকা ব্যায়ে ইউরোপের অন্যতম সেরা দল গড়েছে ফরাসি দল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে তো চোখ বন্ধ করেই চ্যাম্পিয়ন হচ্ছে তারা; কিন্তু পিএসজির মূল লক্ষ্য যে ইউরোপ সেরা হওয়া! নেইমার, এমবাপে, কাভানিরমত এত বড় বড় তারকা দিয়ে বিশাল একটি দল গড়ার নেপথ্যে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আকাঙ্খাটাই সবচেয়ে বড় তাদের।
কিন্তু দুর্ভাগ্য বলতে হবে পিএসজির জন্যও। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডেই তারা মুখোমুখি হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। সাফল্যের পথে এগিয়ে যেতে হলে শুরুতেই হিমালয় পাড়ি দিতেই হবে। যে দলটি টানা দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, সেই রিয়ালকে হারিয়েই তবে এগিয়ে যেতে হবে তাদের।
এমনই এক পরিস্থিতিতে দাঁড়িয়ে ১৪ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতী রাউন্ডে প্রথম লেগে রিয়াল আর পিএসজির ম্যাচ। এ কারণেই এই ম্যাচটি এতটা উৎসাহ আর উত্তেজনা ছড়িয়েছে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে।
বলাই বাহূল্য, ইতোমধ্যে রিয়াল-পিএসজি ম্যাচের টিকিট পুরোপুরি বিক্রি হয়ে গেছে। অনেক আগেই রিয়াল মাদ্রিদ টিকিট সোল্ড আউট ঘোষণা করেছে; কিন্তু যারা বার্নাব্যুতে বসে খেলা দেখতে চান, তাদের সামনে টিকিট কেনার এখনও সুযোগ আছে। সেটা কিভাবে? খাঁটি বাংলায় যাকে বলা হচ্ছে ‘ব্ল্যাক’। অথ্যাৎ টিকিট কালোবাজারি।
মাদ্রিদে টিকিট কালোবাজারি হচ্ছে। অথ্যাৎ, আমি টিকিট কিনলাম। খেলা দেখবো না। বিক্রি করে দেবো। এই পূনরায় বিক্রিতব্য টিকিটের দামই আকাশ ছুঁয়েছে। মাদ্রিদ ভিত্তিক ‘স্টাবহাব’ অ্যাপসের মাধ্যমে পূনরায় বিক্রি হচ্ছে রিয়াল-পিএসজি ম্যাচের টিকিট। এই অ্যাপসেই ৩০০ থেকে ২৪৮০ ইউরো পর্যন্ত দাম উঠছে এক একটি টিকিটের। ২৪৮০ ইউরো, অর্থ্যাৎ একটি টিকিট প্রায় ২৫ লাখ টাকা দিয়েও কিনছে ফুটবল পাগলরা। তবুও, তাদের রিয়াল-পিএসজি ম্যাচটি সরাসরি, দেখা চাই।
তবে, যারা টিকিট রিসেল করতে অ্যাপসের ব্যবহার করছেন- তাদের জন্য দুঃসংবাদ। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, রিসেল করা টিকিটের দর্শক মাঠে প্রবেশ করতে পারবে না। তাদের জন্য প্রবেশের অনুমতি থাকবে না। বোঝাই যাচ্ছে, টিকিট কালোবাজারী রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
আইএইচএস/জেআইএম