ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রাশিয়া বিশ্বকাপকে নিজের করে নিতে চান সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে যে কান্ড ঘটিয়েছিলেন, সেটা আর মনের মধ্যে রাখতে চান না লুইস সুয়ারেজ। আসন্ন রাশিয়া বিশ্বকাপটা নিজের করে নিতে চান উরুগুইয়ান এই স্ট্রাইকার।

২০১৮ বিশ্বকাপে 'এ' গ্রুপে খেলবে উরুগুয়ে। বিশ্বকাপের শুরুর দিকেই মাঠে নামা দলগুলোর একটি হবে তারা। ব্যাপারটি ভাবতেই রোমাঞ্চ অনুভব করছেন দলটির স্ট্রাইকার লুইস সুয়ারেজ

২০১৪ সালের বিশ্বকাপটা অদ্ভূত এক কান্ডে শেষ হয়েছিল সুয়ারেজের। ইতালির জর্জিও চিয়াল্লিনিকে কামড়ে দিয়ে বিশ্বজুড়ে হাস্যরসের পাত্র হয়েছিলেন বার্সেলোনার এই স্ট্রাইকার। এবারের টুর্নামেন্টে আর বিতর্ক নয়, ইতিবাচক কিছু করে দেখিয়ে দিতে চান তিনি।

বিশ্বকাপে জাতীয় দলের হয়ে নিজের লক্ষ্য নিয়ে সুয়ারেজ বলেন, 'আমি সেখানে এমনভাবে যেতে চাই, যাতে বিশ্বকাপটা নিজের করে নেয়ার সম্ভাবনা থাকে। ২০১৪ সালে যা করেছিলাম, সেটা পেছনে ফেলতে চাই।'

আসন্ন বিশ্বকাপে উরুগুয়ের গ্রুপটি বেশ সহজই বলা যায়। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে স্বাগতিক রাশিয়া, মিশর আর সৌদি আরব। তবে সুয়ারেজ নিজেদের গ্রুপকে একেবারে সহজ মানতে নারাজ। তিনি বলেন, 'প্রতিটি গ্রুপের মতো এটাও কঠিন এবং জটিল হবে। তাদের দলেও কোচ আছে, যিনি জানেন কিভাবে দলকে প্রস্তুত করতে হয়।'

দারুণ একটি মৌসুম কাটিয়ে এবার উরুগুয়ের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন সেল্টা ভিগোর ম্যাক্সি গোমেজ। এক মৌসুমে ১০ গোল করা এই ফরোয়ার্ডকে দলে পাওয়ার বিষয়ে সুয়ারেজ বলেন, 'আমি তাকে সর্বোচ্চ সম্মান দিতে চাই, কেননা সে যোগ দিয়েছে (জাতীয় দলে)। তরুণ খেলোয়াড়দের দেখা-শোনা করার দরকার আছে।'

এমএমআর/পিআর

আরও পড়ুন