ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তৃতীয় বিভাগ ফুটবল লিগ শুরু

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

১৯ টি দল নিয়ে সোমবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে তৃতীয় বিভাগ ফুটবল লিগ। উদ্বোধনী ম্যাচে আরামবাগ ফুটবল একাডেমি ১-১ গোলে ড্র করেছে জাবিদ আহ্সান সোহেল ক্রীড়া চক্রের সঙ্গে।

১০ মিনিটে আল জুমারের গোলে এগিয়ে যায় আরামবাগ ফুটবল একাডেমি। শেষ মিনিটে দীপক রায়ের গোলে সমতা আনে জাবিদ আহ্সান সোহেল ক্রীড়া চক্র।

লিগ উদ্বোধন করেন ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ। উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান এনামুল হক আবুল, মাজহারুল ইসলাম তুহিন, ও সদস্য আহাদ বাপ্পী।

১৯ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। দুই গ্রুপের শীর্ষ ৫ টি করে দল উঠবে সুপার লিগে। নিচের একটি করে দল নেমে যাবে পাইওনিয়ার লিগে।

আরআই/এমএমআর/আরআইপি

আরও পড়ুন