ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফুটবলারকে লাথি মেরে বরখাস্ত রেফারি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮

নঁতের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। তবে ম্যাচ শেষে ফলাফল ছাপিয়ে বেশি আলোচিত হয়েছে রেফারি ও কার্লোসের ঘটনা। ম্যাচের শেষ দিকে অনাকাঙ্ক্ষিতভাবে নঁতের ব্রাজিলিয়ান ডিফেন্ডারের পায়ে লেগে পড়ে যান রেফারি। রেফারি মাঠে বসে থাকা অবস্থাতেই প্রথমে কার্লোসকে লাথি মারেন। পরবর্তী সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন!

পরবর্তীতে এই ঘটনা ফরাসি লিগ কর্তৃপক্ষের নজরে আসলে সাময়িকভাবে টনি শ্যাপরন নামের এই রেফারি বরখাস্ত করা হয়। চলতি লিগ ওয়ানে পরবর্তী শুনানি পর্যন্ত আর ম্যাচ খেলাতে পারবেন না তিনি।

ম্যাচ শেষে যদিও ব্যাপারটি অস্বীকার করেছেন এই ফরাসি রেফারি। তার মতে, মাঠের শিশিরে পা পিছলে কার্লোসের গায়ে লেগেছে। ফরাসি রেফারির এই কথা যে পুরো মিথ্যা তা ম্যাচের পরে একটি ভিডিও রিপ্লেতে ধরা পড়ে। অবশেষে নিজের ‘‌কুৎসিত’‌ আচরণের জন্য ক্ষমা চেয়েছেন শ্যাপরন। তিনি বলেছেন, ‘সাময়িক ব্যথার চোটে রেগে ওই কাজ করেছি।’‌

এমআর/জেআইএম

আরও পড়ুন