ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

'কুতিনহো ১৬০ মিলিয়ন দামের খেলোয়াড় নন'

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৫০ পিএম, ১০ জানুয়ারি ২০১৮

লিওনেল মেসির মতো বিশ্বসেরা ফুটবলারের খোঁজ দিয়েছিলেন তিনি। স্বনামধন্য এজেন্ট হোসেপ মারিয়া মিঙ্গুইলা এবার মুখ খুললেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত দলবদল কুতিনহোকে নিয়ে। ১৬০ মিলিয়ন ইউরোতে লিভারপুল থেকে বার্সেলোনায় আসা এই অ্যাটাকিং মিডফিল্ডারের এই দামটাকে 'বাড়াবাড়ি' বলছেন তিনি।

ক্লাবগুলো যেন টাকার প্রতিযোগিতায় নেমেছে। সম্প্রতি রেডিও মার্কাকে দেয়া এক সাক্ষাতকারে মিঙ্গুইলা কুতিনহোর দাম নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, 'কুতিনহো ১৬০ মিলিয়ন দরের খেলোয়াড় নয়। সে ভালো খেলোয়াড়। দলের উন্নতিতে ভূমিকা রাখবে। কিন্তু তাকে যে মূল্যে কেনা হয়েছে, সে এতটা পাওয়ার দাবি রাখে না।'

শুধু কুতিনহো নয়। নেইমার চলে যাওয়ার পর বার্সায় উসমান ডেম্বেলেকেও বেশি দামে কেনা হয়েছে, মনে করছেন মিঙ্গুইলা। তিনি বলেন, 'নেইমারের প্রস্থানে ডেম্বেলেকে তাড়াতাড়ি সাইন করানো হলো। সেও কিন্তু ১৪০ মিলিয়ন মূল্যের খেলোয়াড় নয়। আধুনিক ফুটবলের পাগলামির কারণেই বাজার মূল্য বিবেচনায় আনা হচ্ছে না।'

লা লিগায় এবার রিয়াল মাদ্রিদের ত্রাহি মধুসূদন অবস্থা। শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে চার নাম্বার অবস্থানে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। মিঙ্গুইলা এবারের লা লিগার সমস্যা, সম্ভাবনা নিয়েও কথা বললেন।

এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের আর কোনো সম্ভাবনা দেখছেন না মিঙ্গুইলা। বরং বার্সেলোনার থেকে ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে শিরোপা দৌড়ে রাখছেন ফুটবলের এই এজেন্ট, 'তারা লড়াইয়ে নেই। রিয়ালের জন্য ব্যাপারটা খুব কঠিন। অ্যাটলেটিকো অবশ্য ভালোভাবেই আছে। দু'জন ভালো খেলোয়াড়ও চুক্তি করিয়েছে তারা।'

এমএমআর/আইআই

আরও পড়ুন