কেন রিয়ালকে প্রত্যাখ্যান করলেন এমবাপে?
গত গ্রীষ্মে কিলিয়ান এমবাপেকে নিতে ভীষণ উৎসাহী ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ফরাসি এই তরুণ ফুটবল তারকা ঘরের দল প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে চুক্তি করে নেন। কারণ একটাই, ফ্রান্সের রাজধানীতে থাকার সুযোগ।
সাম্প্রতিক এক সাক্ষাতকারে রিয়ালের মত বড় ক্লাবকে প্রত্যাখ্যান করার কারণটি জানালেন এমবাপে নিজেই। তিনি বলেন, '(আমি রিয়াল মাদ্রিদের প্রস্তাবে রাজি হইনি) কারণ পিএসজি আমার শহরের দল। (রিয়ালে যোগ দেয়া) আমার জন্য অনেকটা এমন হতো, মাদ্রিদে থেকে রিয়ালকে সমর্থন করা কোনো বালকের অন্য কোথাও, অন্য দেশে যাওয়ার মতো।'
পিএসজির হয়ে খেলতে চেয়েছেন, এখানে খেলতে পেরে তাই খুশিই আছেন এমবাপে। এ সম্পর্কে তিনি বলেন, 'আমি পিএসজির হয়ে খেলতে চেয়েছিলাম, এই মুহূর্তে যেমন চলছে আমি খুব খুশি। দলবদল নিয়ে অনেক গুজব ছড়িয়েছে। এটা সত্য, আমরা কথা বলেছিলাম। তবে এখন এটা আমার জন্য অতীত, রিয়ালের জন্যও। আমি এখন পিএসজির হয়ে খেলি এবং এই রঙটার জন্য সব করতে প্রস্তুত।'
যে রিয়ালে যাওয়ার কথা ছিল, তাদের বিপক্ষেই গুরুত্বপূর্ণ এক ম্যাচে মাঠে নামবেন এমবাপে। আগামী বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে রিয়ালের মোকাবেলা করবে পিএসজি।
এমএমআর/এমএস