ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রেকর্ড গড়েই মেসিকে ছাড়িয়ে গেলেন কেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:০৭ এএম, ২৭ ডিসেম্বর ২০১৭

বার্নলির পর ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষেও হ্যাট্ট্রিক করলেন টটেনহ্যাম তারকা হ্যারি কেন। এই হ্যাট্ট্রিক দিয়ে প্রিমিয়ার লিগে অ্যালেন শিয়েরারের গড়া ২২ বছর আগের রেকর্ড ভাঙলেন কেন। শুধু তাই নয় সব ধরনের ফুটবলে এক পঞ্জিকাবর্ষে ৫৬ গোল করে ছাড়িয়ে গেছেন বার্সা তারকা মেসিকে।

নিজেদের মাঠে মঙ্গলবার সাউথ্যাম্পটনের বিপক্ষে দলের ৫-২ ব্যবধানের জয়ে ম্যাচে, ২২ মিনিটে দারুণ এক হেডে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আগের ম্যাচে শিয়ারারের রেকর্ড নিজের করে নেন কেন।

প্রথমার্ধ শেষ হওয়ার ছয় মিনিট আগে তার গোলেই ব্যবধান দ্বিগুণ করে টটেনহ্যাম। ৬৭তম মিনিটে আরও একবার জালে বল জড়িয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক পূর্ণ করেন ইংল্যান্ডের এই খেলোয়াড়।

সাউথ্যাম্পটনের বিপক্ষে তিন গোলে বার্সেলোনার লিওনেল মেসিকে টপকে ২০১৭ সালে ইউরোপে খেলা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোলের কৃতিত্বটাও নিজের করে নেন কেন। এ বছর ক্লাব ও জাতীয় দলের হয়ে তার গোল এখন ৫৬টি। মেসির ৫৪টি।

এমআর/পিআর

আরও পড়ুন