মেসির বুট ছাড়া পায়ে জাদু!
গোল্ডেন বুট পেতে অভ্যস্ত লিওনেল মেসিকে কেউ বুট ছাড়া ফুটবল মাঠে খেলতে দেখেছেন? না দেখে থাকলে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের শনিবারের 'এল ক্লাসিকো' ম্যাচটা আরেকবার দেখুন।
হয়তো পুরো ম্যাচ দেখেও অনেকের চোখে পড়েনি বিষয়টি। তবে ক্যামেরার চোখ এড়ায়নি। অ্যালেক্স ভিদাল যে বলটি পেয়ে দলের শেষ গোলটি করেন, মেসি সেই বলটি বুট ছাড়া পা দিয়েই ঠেলে দিয়েছিলেন সতীর্থের কাছে!
ওই গোলের আগে বল নিয়ে মার্সেলোকে পেছনে ফেলার সময় মেসির ডান পায়ের বুট হঠাতই খুলে যায়। তাতেও থামেননি আর্জেন্টাইন খুদে জাদুকর। শুধু সাদা মোজা পায়েই দৌড়তে থাকেন। বাঁ পায়ে এরপর বলটা দেন ভিদালকে। ভিদাল রিয়ালের জালে বল জড়িয়ে ব্যবধানটা করে ফেলেন ৩-০।
গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে দলকে সাফল্য এনে দিতে মেসি কতটা মরিয়া ছিলেন, এই একটি ঘটনাতেই স্পষ্ট সেটা। শুধু কি দলকে এগিয়ে নিয়েছেন? এগিয়ে গেছেন নিজেও। বার্সা সুপারস্টার এখন এল ক্ল্যাসিকোর রাজা। এল ক্ল্যাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার (২৫) সঙ্গে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক (১৪) এখন মেসিই।
এমএমআর/জেআইএম