ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘লা লিগা এখনো শেষ হয়ে যায়নি’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:২৯ এএম, ২৪ ডিসেম্বর ২০১৭

ঘরের মাঠে বার্সার কাছে ৩-০ গোলে হারে এরই মধ্যে ১৪ পয়েন্টে পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ফুটবলপ্রেমীরা এরই মধ্যে ধরে নিয়েছে শিরোপার স্বাদ পেতে যাচ্ছে মেসির বার্সা। তবে রিয়াল কোচ জিদান মনে করেন ক্লাসিকোর জয় শিরোপা নির্ধারক নয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিদান বলেন, ‘বার্সার চেয়ে পিছিয়ে পড়ায় লোকে অবশ্যই মনে করছে, লিগ শেষ, কিন্তু আমি তা মনে করি না। এখনও মৌসুমের মাঝ পথে আছি। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।’

এদিকে ম্যাচে হারের পর ইসকোকে প্রথম একাদশে না রাখায় জিদানকে নিয়ে চলছে রাজ্যের সমালোচনা। তবে এ সবে কান দিতে রাজি নন রিয়াল কোচ। তিনি বলেন, ‘ম্যাচের জন্য আমাকে অনেক সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত ছিল শুরুতে কোভাচিচ খেলবে; ইসকো বেঞ্চে বসে থাকবে। এরপর ম্যাচটা যেভাবে গেল… আমি ইসকোকে আর কাজে লাগাতে পারিনি।’

এদিকে নিজের কোনো সিদ্ধান্ত নিয়ে কোন আক্ষেপ নেই বলেও জানান জিদান। তিনি বলেন, ‘ম্যাচ নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। যদি আমরা প্রথমার্ধে গোল করতে পারতাম, তাহলে ম্যাচটা ভিন্নরকম হত। জানি, আমি সমালোচিত হব কিন্তু এটাই ফুটবল।’

এমআর/এমএস

আরও পড়ুন